Ajker Patrika

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের আয় প্রায় ১০৩ কোটি টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের আয় প্রায় ১০৩ কোটি টাকা

ভারত থেকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট সরে গেলেও আয়োজন স্বত্ব ভারতের হাতেই থাকছে, তা আগেই জানা গিয়েছিল। আয়োজন স্বত্ব হাতে থাকায় বিশ্বকাপ থেকে বড় অঙ্কের আয়ই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। 

বিশ্বকাপ থেকে বিসিসিআইয়ের আয়ের অঙ্ক দাঁড়াবে প্রায় এক কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৮০০ টাকা)। বিশ্বকাপে আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এক প্রতিবেদনে ওয়েবসাইটটি জানিয়েছে, টুর্নামেন্টের মূল পর্বের আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) পাবে ৭০ লাখ ডলার। আর প্রথম রাউন্ডের আয়োজক ওমান ক্রিকেট বোর্ডকে (ওসি) দেওয়া হবে ৪ লাখ ডলার। 

টুর্নামেন্ট আয়োজনের জন্য আমিরাত ক্রিকেট বোর্ডকে পাচ্ছে ১৫ লাখ ডলার। আর পরিচালনা খরচ বাবদ তাদের দেওয়া হবে বাকি ৫৫ লাখ ডলার। ওমানে প্রথম রাউন্ডের ৬ ম্যাচের জন্য তাদের দেওয়া হবে ৪ লাখ ডলার। এবার পুরো টুর্নামেন্ট আয়োজনের খরচ আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ২ কোটি ৫০ লাখ ডলার কম। 

করোনার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আগেই দর্শক প্রবেশের অনুমতির কথা জানিয়েছিল আইসিসি। গত শনিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আমিরাতের তিনটি মাঠে মোট আসনসংখ্যার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। আর ওমানে প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শক খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। টুর্নামেন্টের টিকিটের স্বত্ব আমিরাত ও ওমান বোর্ডের কাছে দিয়েছে বিসিসিআই। 

আগামী ১৭ অক্টোবর ওমানে প্রথম রাউন্ড দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২৩ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হবে মূল পর্বের লড়াই। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

জামায়াত আমিরের বাসায় জ্যেষ্ঠ নেতাদের বৈঠক, পিআর নিয়ে অনড় অবস্থান

মির্জাপুরে বিএনপি নেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে ইবরাহিমের নাম বাদ দিতে ইসিকে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত