Ajker Patrika

তামিমের ‘ভেংচি’ নিয়ে মুশফিক কী বললেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৪
তামিমের ‘ভেংচি’ নিয়ে মুশফিক কী বললেন

সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুখোমুখি—আলোচনাটা শুরু হয়েছিল ম্যাচের আগেই। আর সেটির তীব্রতা তো ম্যাচের দুই ইনিংসেই দেখা গেল। শেষ হওয়ার পরও কী থামে! আবারও দুই দেশসেরা ক্রিকেটারের উইকেট উদ্‌যাপন নিয়ে বিভক্ত সাকিব-তামিম ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে কী বললেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম? 

‘সাকিব-তামিম’ ডার্বির পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। তবে তাঁর দলের হারের চেয়ে কথাবার্তা বেশি হলো দুই তারকার এমন উদ্‌যাপন  নিয়ে। সেটি নিয়ে ফরচুন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘সত্যি বলতে, আমি উদ্‌যাপনটা দেখিনি। দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর কে ব্যাটিংয়ে আসবে তা নিয়ে পরিকল্পনা করছিলাম। এখন বললেন (উদ্‌যাপনের বিষয়ে), গিয়ে হাইলাইটস দেখতে পারি, কী উদ্‌যাপন ছিল।’ 

দীর্ঘদিন ধরে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন সাকিব-তামিম-মুশফিক। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি তারা আগে একে অপরের বিপক্ষে খেলেননি? তার পরও যখন গতকাল সাকিবের স্পেলের প্রথম বলে তামিম অমন বিভ্রান্তিকর শট খেলে ক্যাচ তুলে দিলেন, সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই আউট নিয়ে তামিমের বরিশাল সতীর্থ মুশফিকের মন্তব্য, ‘ওই বলটা যদি খেয়াল করে দেখেন, তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই, এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে, বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।’ 

আর সেই আউটের পর সাকিবের উচ্ছ্বসিত উদ্‌যাপন এবং পরে তামিমের ব্যঙ্গাত্মক উদ্‌যাপন নিয়ে মুশফিক তুলে ধরলেন ক্রিকেটের বাস্তব চিত্রটা, ‘এর আগে সাকিবের বলে তামিম কি আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের জ্ঞানের ব্যাপার।’ 

এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। তবে গতকাল সাকিবের দল রংপুর রাইডার্সের বিপক্ষে হাসেনি তাঁর ব্যাট। দলে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের মতো দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থদের। তার পরও এখনো ঝুলে আছে বরিশালের প্লে অফ ভাগ্য। চট্টগ্রামে গতকালের হার নিয়ে মুশফিকের কথা, ‘প্রত্যেক ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। এত বছর আমরা একটা দলে খেলেছি। অধিনায়ক বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যতটুকু ইনপুট দেওয়া যায় আরকি। উইকেটরক্ষক হিসেবে আমার গুরুদায়িত্ব কী হচ্ছে না হচ্ছে, কোন খেলোয়াড় সম্পর্কে কতটুকু জানি এগুলো দলের সঙ্গে ভাগাভাগি করা। যতটুকু লাগে আমি চেষ্টা করি সাহায্য করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত