Ajker Patrika

তানজিম সাকিবের ঘটনাটা নিয়ে যা বললেন মুশফিক

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১০: ১২
তানজিম সাকিবের ঘটনাটা নিয়ে যা বললেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কাল বোলিং পারফরম্যান্সের চেয়ে সামাজিক মাধ্যমে তিনি বেশি আলোচনায় অন্য এক ঘটনায়। 

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ফিল্ডিংয়ের শেষ দিকে তানজিম সাকিবকে বেশ ক্লান্ত দেখা যায়। ক্লান্তি দূর করতে ইফতারের ঘণ্টা খানেক আগে ডাগআউটের পাশে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায় ২১ বছর বয়সী পেসারকে। তাঁর এই ছবি দ্রুতই ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও। 

ক্রিকেটে বিষয়টি খুবই সাধারণ। গরমে খেলতে গেলে পানিশূন্যতা দেখা দিতে পারে, মাংসপেশিতে লাগতে পারে টান। কাল শ্রীলঙ্কা দারুণ শুরু পাওয়ার পর শুধু ব্রেক-থ্রু নয়, প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেন তানজিম সাকিব। অসাধারণ বোলিং করার পর তরুণ পেসার একপর্যায়ে শারীরিকভাবে ক্লান্তি কিংবা মাংসপেশির টান অনুভব করেন। সন্ধ্যার আগে মাঠের বাইরে যেতে বাধ্য হন তিনি। এ সময় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় ফিজিওকে। সেবাশুশ্রূষার সময় তাঁকে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায়। 

ধারাভাষ্যকারকে তখন বলতে শোনা যায়, ‘তানজিম সাকিবের শারীরিক অবস্থা ভালো মনে হচ্ছে না, মাত্রই মাঠ ছেড়েছে। আশা করি সে দ্রুত খেলায় ফিরবে এবং ধকল কাটিয়ে উঠবে।’ তানজিম সাকিবের এই ছবির ঘটনাটা বেশ ছড়ায় ফেসবুকে। যদিও দৃশ্যটি খুবই স্বাভাবিক একটি ঘটনা হওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের পর তানজিম সাকিবের বেশ কিছু ধর্মীয় পোস্ট নিয়ে হইচই হয়েছিল। সেদিকে ইঙ্গিত করেই হয়তো নেটিজেনরা কাল তানজিম সাকিবের বিষয়টি আবার সামনে এনেছেন। 

তরুণ সতীর্থের কাঁধে অবশ্য ভরসার হাত থাকছে মুশফিকের। সংবাদ সম্মেলনে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আপনারাও অনেক সময় এ রকম করে লেখেন। আমি সব সময় ভালোটা প্রত্যাশা করব আর আপনি সব সময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট ভিন্ন। আমিও ওরকম জানি না। স্বাভাবিক, আজ (কাল) যেরকম গরম ছিল, ওর জন্য কঠিন। আর ওর ক্র্যাম্প (মাংসপেশিতে টান) ছিল। পেস বোলারদের জন্য আরও অনেক কঠিন। রোজা না রেখেও আজ ২-৩ জনের ক্র্যাম্প হচ্ছিল। অনেক কঠিন। আর এটা যার যার ব্যক্তিগত মতামত।’ 

বোলিং পারফরম্যান্সে জুনিয়র সাকিবকে নিয়ে প্রাপ্য প্রশংসাও করেছেন মুশফিক, ‘ও যে বোলিং করে, শুধুই উইকেট নিতে নয়, ওর যে ইচ্ছে, ওয়ার্কএথিকস, পেসারদের এটাই থাকতে হয় ৷ প্রক্রিয়া, খাওয়াদাওয়া, ফিটনেস বা ওয়ার্ক এথিক, সব সময় সে চেষ্টা করে ৷ আগ্রাসন, চেষ্টা, এসব অনেক বড় বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত