শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কাল বোলিং পারফরম্যান্সের চেয়ে সামাজিক মাধ্যমে তিনি বেশি আলোচনায় অন্য এক ঘটনায়।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ফিল্ডিংয়ের শেষ দিকে তানজিম সাকিবকে বেশ ক্লান্ত দেখা যায়। ক্লান্তি দূর করতে ইফতারের ঘণ্টা খানেক আগে ডাগআউটের পাশে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায় ২১ বছর বয়সী পেসারকে। তাঁর এই ছবি দ্রুতই ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও।
ক্রিকেটে বিষয়টি খুবই সাধারণ। গরমে খেলতে গেলে পানিশূন্যতা দেখা দিতে পারে, মাংসপেশিতে লাগতে পারে টান। কাল শ্রীলঙ্কা দারুণ শুরু পাওয়ার পর শুধু ব্রেক-থ্রু নয়, প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেন তানজিম সাকিব। অসাধারণ বোলিং করার পর তরুণ পেসার একপর্যায়ে শারীরিকভাবে ক্লান্তি কিংবা মাংসপেশির টান অনুভব করেন। সন্ধ্যার আগে মাঠের বাইরে যেতে বাধ্য হন তিনি। এ সময় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় ফিজিওকে। সেবাশুশ্রূষার সময় তাঁকে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায়।
ধারাভাষ্যকারকে তখন বলতে শোনা যায়, ‘তানজিম সাকিবের শারীরিক অবস্থা ভালো মনে হচ্ছে না, মাত্রই মাঠ ছেড়েছে। আশা করি সে দ্রুত খেলায় ফিরবে এবং ধকল কাটিয়ে উঠবে।’ তানজিম সাকিবের এই ছবির ঘটনাটা বেশ ছড়ায় ফেসবুকে। যদিও দৃশ্যটি খুবই স্বাভাবিক একটি ঘটনা হওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের পর তানজিম সাকিবের বেশ কিছু ধর্মীয় পোস্ট নিয়ে হইচই হয়েছিল। সেদিকে ইঙ্গিত করেই হয়তো নেটিজেনরা কাল তানজিম সাকিবের বিষয়টি আবার সামনে এনেছেন।
তরুণ সতীর্থের কাঁধে অবশ্য ভরসার হাত থাকছে মুশফিকের। সংবাদ সম্মেলনে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আপনারাও অনেক সময় এ রকম করে লেখেন। আমি সব সময় ভালোটা প্রত্যাশা করব আর আপনি সব সময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট ভিন্ন। আমিও ওরকম জানি না। স্বাভাবিক, আজ (কাল) যেরকম গরম ছিল, ওর জন্য কঠিন। আর ওর ক্র্যাম্প (মাংসপেশিতে টান) ছিল। পেস বোলারদের জন্য আরও অনেক কঠিন। রোজা না রেখেও আজ ২-৩ জনের ক্র্যাম্প হচ্ছিল। অনেক কঠিন। আর এটা যার যার ব্যক্তিগত মতামত।’
বোলিং পারফরম্যান্সে জুনিয়র সাকিবকে নিয়ে প্রাপ্য প্রশংসাও করেছেন মুশফিক, ‘ও যে বোলিং করে, শুধুই উইকেট নিতে নয়, ওর যে ইচ্ছে, ওয়ার্কএথিকস, পেসারদের এটাই থাকতে হয় ৷ প্রক্রিয়া, খাওয়াদাওয়া, ফিটনেস বা ওয়ার্ক এথিক, সব সময় সে চেষ্টা করে ৷ আগ্রাসন, চেষ্টা, এসব অনেক বড় বিষয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কাল বোলিং পারফরম্যান্সের চেয়ে সামাজিক মাধ্যমে তিনি বেশি আলোচনায় অন্য এক ঘটনায়।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ফিল্ডিংয়ের শেষ দিকে তানজিম সাকিবকে বেশ ক্লান্ত দেখা যায়। ক্লান্তি দূর করতে ইফতারের ঘণ্টা খানেক আগে ডাগআউটের পাশে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায় ২১ বছর বয়সী পেসারকে। তাঁর এই ছবি দ্রুতই ভাইরাল হয়ে যায় ফেসবুকে। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও।
ক্রিকেটে বিষয়টি খুবই সাধারণ। গরমে খেলতে গেলে পানিশূন্যতা দেখা দিতে পারে, মাংসপেশিতে লাগতে পারে টান। কাল শ্রীলঙ্কা দারুণ শুরু পাওয়ার পর শুধু ব্রেক-থ্রু নয়, প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেন তানজিম সাকিব। অসাধারণ বোলিং করার পর তরুণ পেসার একপর্যায়ে শারীরিকভাবে ক্লান্তি কিংবা মাংসপেশির টান অনুভব করেন। সন্ধ্যার আগে মাঠের বাইরে যেতে বাধ্য হন তিনি। এ সময় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় ফিজিওকে। সেবাশুশ্রূষার সময় তাঁকে শক্তিবর্ধক পানীয় পান করতে দেখা যায়।
ধারাভাষ্যকারকে তখন বলতে শোনা যায়, ‘তানজিম সাকিবের শারীরিক অবস্থা ভালো মনে হচ্ছে না, মাত্রই মাঠ ছেড়েছে। আশা করি সে দ্রুত খেলায় ফিরবে এবং ধকল কাটিয়ে উঠবে।’ তানজিম সাকিবের এই ছবির ঘটনাটা বেশ ছড়ায় ফেসবুকে। যদিও দৃশ্যটি খুবই স্বাভাবিক একটি ঘটনা হওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের পর তানজিম সাকিবের বেশ কিছু ধর্মীয় পোস্ট নিয়ে হইচই হয়েছিল। সেদিকে ইঙ্গিত করেই হয়তো নেটিজেনরা কাল তানজিম সাকিবের বিষয়টি আবার সামনে এনেছেন।
তরুণ সতীর্থের কাঁধে অবশ্য ভরসার হাত থাকছে মুশফিকের। সংবাদ সম্মেলনে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আপনারাও অনেক সময় এ রকম করে লেখেন। আমি সব সময় ভালোটা প্রত্যাশা করব আর আপনি সব সময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট ভিন্ন। আমিও ওরকম জানি না। স্বাভাবিক, আজ (কাল) যেরকম গরম ছিল, ওর জন্য কঠিন। আর ওর ক্র্যাম্প (মাংসপেশিতে টান) ছিল। পেস বোলারদের জন্য আরও অনেক কঠিন। রোজা না রেখেও আজ ২-৩ জনের ক্র্যাম্প হচ্ছিল। অনেক কঠিন। আর এটা যার যার ব্যক্তিগত মতামত।’
বোলিং পারফরম্যান্সে জুনিয়র সাকিবকে নিয়ে প্রাপ্য প্রশংসাও করেছেন মুশফিক, ‘ও যে বোলিং করে, শুধুই উইকেট নিতে নয়, ওর যে ইচ্ছে, ওয়ার্কএথিকস, পেসারদের এটাই থাকতে হয় ৷ প্রক্রিয়া, খাওয়াদাওয়া, ফিটনেস বা ওয়ার্ক এথিক, সব সময় সে চেষ্টা করে ৷ আগ্রাসন, চেষ্টা, এসব অনেক বড় বিষয়।’
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৪ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে