নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছর আগে বিসিবি সভাপতি পদে নির্বাচনের আগে ক্রিকেট থেকে দূরে থাকার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। কারণ হিসেবে নিজের স্বাস্থ্য ও পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত নির্বাচন করেন তিনি। আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিলে এসেও প্রায় একই কথাই বললেন পাপন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত, আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর তারা কথাই বলে না বলতে গেলে।’
ক্রিকেট নিয়ে নিজের ব্যস্ততা উল্লেখ করে পাপন আরও যোগ করেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’
এ সময় পাপন জানালেন, একসময় তাঁকে মানুষ মিশুক হিসেবে চিনত। তবে এখন তাঁকে সবাই রাগী ভাবে, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানত। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা, আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে বের হব, তখন সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম! আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলুন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’
দুই বছর আগে বিসিবি সভাপতি পদে নির্বাচনের আগে ক্রিকেট থেকে দূরে থাকার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। কারণ হিসেবে নিজের স্বাস্থ্য ও পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত নির্বাচন করেন তিনি। আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিলে এসেও প্রায় একই কথাই বললেন পাপন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত, আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর তারা কথাই বলে না বলতে গেলে।’
ক্রিকেট নিয়ে নিজের ব্যস্ততা উল্লেখ করে পাপন আরও যোগ করেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’
এ সময় পাপন জানালেন, একসময় তাঁকে মানুষ মিশুক হিসেবে চিনত। তবে এখন তাঁকে সবাই রাগী ভাবে, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানত। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা, আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে বের হব, তখন সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম! আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলুন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে