Ajker Patrika

রাগী হলাম কবে, পাপনের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৩, ১৭: ০২
রাগী হলাম কবে, পাপনের প্রশ্ন

দুই বছর আগে বিসিবি সভাপতি পদে নির্বাচনের আগে ক্রিকেট থেকে দূরে থাকার কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। কারণ হিসেবে নিজের স্বাস্থ্য ও পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন। যদিও শেষ পর্যন্ত নির্বাচন করেন তিনি। আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিলে এসেও প্রায় একই কথাই বললেন পাপন। 

বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত, আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর তারা কথাই বলে না বলতে গেলে।’ 

ক্রিকেট নিয়ে নিজের ব্যস্ততা উল্লেখ করে পাপন আরও যোগ করেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’ 

এ সময় পাপন জানালেন, একসময় তাঁকে মানুষ মিশুক হিসেবে চিনত। তবে এখন তাঁকে সবাই রাগী ভাবে, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানত। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা, আমি রাগী হলাম কবে? সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে, বসে। আমি বললাম কী ব্যাপার, আমার আশপাশে সব চেয়ার খালি; আপনারা এখানে আসেন। পরে যখন অনুষ্ঠান শেষে বের হব, তখন সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম! আপনি অনেক রাগী। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলুন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত