Ajker Patrika

জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সঞ্চালক, সাময়িক বন্ধ আইপিএল নিলাম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০০
জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সঞ্চালক, সাময়িক বন্ধ আইপিএল নিলাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসের সবচেয়ে বড় নিলামের চাপটা বোধ হয় নিতে পারছিলেন না হিউজ এডমিডেস। হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে লটিয়ে পড়লেন মেগা নিলামের এই ব্রিটিশ সঞ্চালক।

সঞ্চালক হিসেবে এডমিডেসের কদর বিশ্বব্যাপী। গত ৩৫ বছরের আড়াই হাজারেরও বেশি নিলাম পরিচালনা করেছেন তিনি। ২০১৯ সাল থেকে আছেন আইপিএলে খেলোয়াড় হাঁক-ডাকের দায়িত্বে। তবে এবারই প্রথম স্টেজে অসুস্থ হয়ে পড়লেন।

বেঙ্গালুরুতে মেগা নিলামের প্রথম দিন আজ লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেতে দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় প্রীতি জিনতার পাঞ্জাব কিংসও। 

শেষ মুহূর্তে পুরোনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হাসারাঙ্গার প্রতি আগ্রহ দেখায়। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারের দাম মুহূর্তেই ১০ কোটি রুপি ছাড়িয়ে যায়। 

তবে বিডের মাঝেই সঞ্চালক এডমিডেস সংজ্ঞা হারান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিলাম। নির্ধারিত সময়ের আগেই শুরু হয় মধ্যাহ্নভোজ বিরতি। 

কিছুক্ষণ পরই অবশ্য জ্ঞান ফেরে এডমিডেসের। তিনি এখন সুস্থ আছেন জানিয়ে ক্রীড়া সাংবাদিক গৌতম বিমানি টুইট করেছেন, ‘গ্রাউন্ড জিরো থেকে সর্বশেষ! আইপিএল নিলামের সঞ্চালক হিউজ এডমিডেস ভালো আছেন। তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। এটা শারীরিক পতন, অন্য কোনো সমস্যা নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত