৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
৬ বছরের বালকটির নাম আছাদুজ্জামান সাদিদ। বরিশালে মা ও মামার সঙ্গে থাকে সে। এই বয়সেই সাদিদ হয়ে উঠেছে এক বিস্ময়কর প্রতিভা!
লেগ স্পিন-গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছে সাদিদ। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ডিভাইস ঘুরে সাদিদের ভিডিওটি এবার পৌঁছে গেছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের কাছে। টেন্ডুলকারের এক বন্ধু তাঁকে ভিডিওটি দিয়েছেন।
সাদিদের বোলিং দেখে অভিভূত টেন্ডুলকার। ৪৮ বছর বয়সী মহাতারকা অবাক এইটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পেরেছে সে, রপ্ত করে ফেলেছে লেগ স্পিন বোলিংয়ের সব রকম বৈচিত্র্য।
বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে নিজের ফেসবুক ও টুইটার পেজে সেটি আপলোড করতে একটুও কার্পণ্য করেননি টেন্ডুলকার। লিখেছেন, ‘কী দুর্দান্ত! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছি...অসাধারণ। খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি। ক্রিকেটই আমাদের একতা।’
সম্প্রতি ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেন। ২২ গজ দূর থেকেই বোলিং করেছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন-গুগলিতে পরাস্ত ব্যাটাররা। অনেকে তার ডেলিভারিগুলো পড়তেই পারেনি। মিস করলেই ব্যাটাররা হয়েছে ক্লিন বোল্ড। তা সে ঘাসে ঢাকা মাঠ কিংবা পাকা সড়ক, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে ভীষণ পছন্দ সাদিদের। রশিদের বোলিং টিভি ও ইউটিউবে দেখেই রপ্ত করে ফেলেছে সে।
এই বিস্ময় বালককে এখন সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশেরই লাভ। আজ টেন্ডুলকারও চিনে ফেললেন সাদিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিনবে কবে?
শচীন টেন্ডুলকারের আপলোড করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন →
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২ ঘণ্টা আগে