Ajker Patrika

হঠাৎ উধাও মিরাজের ফেসবুক পেজ

হঠাৎ উধাও মিরাজের ফেসবুক পেজ

তানজিম হাসান সাকিবকে সমর্থন জানিয়ে গতকাল ফেসবুকে এক পোস্ট দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্ট কয়েক ঘণ্টা পর অবশ্য মুছেও ফেলেন তিনি।

কী কারণে পরে পোস্টটি মিরাজ মুছে ফেলেছেন সেটি জানা যায়নি। তবে পোস্ট সরিয়ে নেওয়ার পর আরও বড় ঘটনা ঘটে। পোস্টের মতো বাংলাদেশি অলরাউন্ডারের অফিশিয়াল পেজও এখন উধাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজের পেজ এখনো পাওয়া যাওয়া যাচ্ছে না। অবশ্য মধ্যরাতে আজকের পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, এখন সবকিছু ঠিক আছে। রাত ১টার দিকে তিনি বলেন, ‘ফেসবুক পেজ এখন ঠিক আছে। আর কোনো সমস্যা নাই।’

নিজের ফেসবুক পেজের বিষয়ে রাতে নিশ্চিত করলেও এখন অবশ্য মিরাজের পেজ গায়েব। নিজে ‘আনপাবলিশড’ করেছেন নাকি অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিরাজের পেজটি হয়তো রিপোর্ট করে ব্লক করে দেওয়া হয়েছে।

তানজিম সাকিবের সমর্থনে এই পোস্টটি দিয়েই পরে মুছে ফেলেন মিরাজ।এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া তরুণ পেসার তানজিম সাকিবের পাশে দাঁড়িয়ে যখন পোস্ট দিয়েছিলেন তখন মিরাজের সেই পোস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য পাওয়া যায়। এরপর যখন কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেলেন তখন তাঁর পুরোনো পোস্টগুলোয় নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। সঙ্গে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা রিপোর্ট করার কারণে হয়তো ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত