Ajker Patrika

ঝুঁকি নিয়ে ফিরতে চান না​ আর্চার

ঝুঁকি নিয়ে ফিরতে চান না​ আর্চার

ঢাকা: জফরা আর্চারের লড়াইটা এখন চোটের সঙ্গে। তবে একের পর এক চোট ও অস্ত্রোপচার আর্চারের মনোবলে চিড় ধরাতে পারছে না। সবশেষ গত শুক্রবার আরও এক দফায় হয়েছে অস্ত্রোপচার। যে কারণে লম্বা সময়ের সময়ের জন্য তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। এ নিয়ে আর্চার অবশ্য চিন্তিত নন। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চান এই ইংলিশ পেসার। তাড়াহুড়ো করে নিজের ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে চান না।

আর্চার বলেছেন, ‘পুরোপুরি সেরে ওঠার আগে আমি ফিরছি না। সময় নিয়েই ফিরতে চাই।’ কনুইয়ের চোট বেশ ভোগাচ্ছে আর্চারকে। চোটের কারণে এবারের আইপিএলও খেলা হয়নি তাঁর। এরপর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগে, বাড়িতে মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হাতে কাচের টুকরা ঢুকে যায়। সুস্থ হয়ে কাউন্টি দিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু পুরোনো কনুয়ের চোট ফিরে আসায় ফের যেতে হয়েছে শল্যবিদের ছুরির নিচে।

এবার এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই গতি তারককে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেরে উঠতে আর্চারের চার সপ্তাহ সময় লাগবে। বোলিং শুরু করার পর মাঠে ফেরার ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত