হারতে হারতে জিতল বিসিবি এইচপি দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনের রোমাঞ্চে ৫ রানের জয় পেয়েছে বিসিবি এইচপি। ব্যাটে-বলে আলো ছড়িয়ে এইচপির জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদুল হাসান জয়।
ডারউইনে আজ পাকিস্তান শাহিনসকে হারাতে বিসিবি এইচপির লাগত ৬ উইকেট। অন্যদিকে ১৬০ রানের লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তান। ওপেনার হাসিব উল্লাহর সঙ্গে ইরফান খানের জুটিতে দিনের শুরুটা ভালোই করেছিল শাহিনস। এইচপিকে ব্রেকথ্রু এনে দেন রেজাউর রহমান। ওপেনার শাহিনসের ৫১ রানের ইনিংস থামে রেজাউরের বলে বোল্ড হয়ে।
হাসিবের উইকেট পতনের পর লোয়ার মিডল অর্ডারদের দৃঢ়তায় জয়ের দিকে ছুটছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটের জুটিতে ৬৫ রান তোলে তারা। দলীয় ২২১ রানে তৈয়ব তাহিরকে ফেরান জয়। থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার ওমর বিন ইউসুফও পরাস্ত হন জয়ের কাছেই।
অষ্টম উইকেট জুটিতে এইচিপির বোলারদের রীতিমতো ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ। তাদের ৫৭ রানের জুটিতে একসময় মনে হচ্ছিল ম্যাচ থেকেই ছিটকে গেছে এইচপি। আবারও ত্রাতা হয়ে দলকে উদ্ধার করেন জয়। এই জুটি ভাঙার পর আর তেমন অপেক্ষা করতে হয়নি জয়দের। শেষ ৪ রানে ৩ উইকেটের পতনে চার দিনের এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বিসিবির এইচপি দল।
এর আগে প্রথম ইনিংসে জয় ও আইচ মোল্লার ফিফটিতে এইচপি করে ২৫৪ রান আর শাহিনস থামে ১৭৯ রানে। প্রথম ইনিংসে ৭৫ রানে লিড পাওয়া এইচপি দ্বিতীয় ইনিংসে ২১০ রান করলে পাকিস্তান শাহিনসের লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। প্রথম ম্যাচে ১৪৮ রানের বড় জয় পাওয়া পাকিস্তান শাহিনস অলআউট হয় ২৯০ রানে।
হারতে হারতে জিতল বিসিবি এইচপি দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচের শেষ দিনের রোমাঞ্চে ৫ রানের জয় পেয়েছে বিসিবি এইচপি। ব্যাটে-বলে আলো ছড়িয়ে এইচপির জয়ে বড় অবদান রেখেছেন মাহমুদুল হাসান জয়।
ডারউইনে আজ পাকিস্তান শাহিনসকে হারাতে বিসিবি এইচপির লাগত ৬ উইকেট। অন্যদিকে ১৬০ রানের লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তান। ওপেনার হাসিব উল্লাহর সঙ্গে ইরফান খানের জুটিতে দিনের শুরুটা ভালোই করেছিল শাহিনস। এইচপিকে ব্রেকথ্রু এনে দেন রেজাউর রহমান। ওপেনার শাহিনসের ৫১ রানের ইনিংস থামে রেজাউরের বলে বোল্ড হয়ে।
হাসিবের উইকেট পতনের পর লোয়ার মিডল অর্ডারদের দৃঢ়তায় জয়ের দিকে ছুটছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটের জুটিতে ৬৫ রান তোলে তারা। দলীয় ২২১ রানে তৈয়ব তাহিরকে ফেরান জয়। থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার ওমর বিন ইউসুফও পরাস্ত হন জয়ের কাছেই।
অষ্টম উইকেট জুটিতে এইচিপির বোলারদের রীতিমতো ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদ। তাদের ৫৭ রানের জুটিতে একসময় মনে হচ্ছিল ম্যাচ থেকেই ছিটকে গেছে এইচপি। আবারও ত্রাতা হয়ে দলকে উদ্ধার করেন জয়। এই জুটি ভাঙার পর আর তেমন অপেক্ষা করতে হয়নি জয়দের। শেষ ৪ রানে ৩ উইকেটের পতনে চার দিনের এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বিসিবির এইচপি দল।
এর আগে প্রথম ইনিংসে জয় ও আইচ মোল্লার ফিফটিতে এইচপি করে ২৫৪ রান আর শাহিনস থামে ১৭৯ রানে। প্রথম ইনিংসে ৭৫ রানে লিড পাওয়া এইচপি দ্বিতীয় ইনিংসে ২১০ রান করলে পাকিস্তান শাহিনসের লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। প্রথম ম্যাচে ১৪৮ রানের বড় জয় পাওয়া পাকিস্তান শাহিনস অলআউট হয় ২৯০ রানে।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৫ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৭ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৮ ঘণ্টা আগে