নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’
তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন।
হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া।
বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে