Ajker Patrika

মুশফিকের আউটের ব্যাখ্যা খুঁজে পেলেন না সুজনও 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিকের আউটের ব্যাখ্যা খুঁজে পেলেন না সুজনও 

তৃতীয় দিনে লাঞ্চের আগে শেষ মুহূর্তের খেলা চলছে। সাইমন হারমারের ওই ওভারের পর লাঞ্চে যাওয়ার আগে বাকি আর এক ওভার। আত্মাহুতির জন্য মুশফিকুর রহিম বেছে নিলেন ওই সময়টা। সাময়িক ফর্মহীনতায় ভোগা মুশফিক স্কয়ার লেগ দিয়ে দারুণ এক সুইপে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি ছুঁয়েছেন। 

হারমারের পরের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। পরের বলেই রিভার্স সুইপের বাসনা চেপে বসে মুশফিকের মননে। ফল? বোল্ড। ওই মুহূর্তে মুশফিকের অমন 'শিশুতোষ' শটে ধারাভাষ্যকক্ষ থেকে বোলার হারমারের চোখে-মুখেও চূড়ান্ত অবিশ্বাসের ছায়া। 

বিপর্যয় কাটিয়ে ওঠে প্রথম ইনিংসে ফলো অন এড়ানোর পথে থাকা বাংলাদেশ আর সেটা পারেনি। যদিও বাংলাদেশকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছেও মুশফিকের ওই শট অপ্রত্যাশিত ঠেকেছে, ‘মুশফিকের আউট অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চের কয়েক মিনিট বাকি ছিল। এমন অবস্থায় এই শট আমরা চাই না। আর ৪৩ রান বাকি ছিল ফলোঅন এড়ানোর। যদিও ওরা আমাদের ফলোঅন করায়নি। কিন্তু মান সম্মানের তো একটা ব্যাপার।’ 

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের অমন শট খেলা নতুন নয়। আগেও দলকে যেমন উদ্ধার করেছেন, উদ্ভাবনী শট খেলতে গিয়ে ডুবানোর ঘটনাও কম নয়। সুজন বললেন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর (মুশফিক) মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে অবশ্যই আমরা আশা ওইরকম কিছু করব না। ব্যাখ্যাটা কী আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত