২০২৪ আইপিএলের শেষ ম্যাচ আজই খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ মোস্তাফিজের কাছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। তবে খরুচে বোলিংয়ের কারণে পার্পল ক্যাপ নেই মোস্তাফিজের কাছে। বুমরা বোলিং করেছেন ৬.৪০ ইকোনমিতে। মোস্তাফিজের ইকোনমি ৯.৭৫। হার্শালের ইকোনমি ১০.১৮। বর্তমানে তাঁর দল পাঞ্জাব ফিল্ডিং করছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। পাঞ্জাব অধিনায়কও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। কারান এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। পাঞ্জাবের আরেক বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়েরও ১২ উইকেট।
মাথিসা পাতিরানা ও মোস্তাফিজকে নিয়ে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়েছে। রিলসে দেখা গেছে, পাতিরানা ও মোস্তাফিজ লুকোচুরি খেলছেন। একপাশ থেকে উঁকি দিচ্ছেন পাতিরানা। অন্যপাশ থেকে উঁকি দিচ্ছেন ফিজ। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ডেথ ওভারে তাঁরা মিলেমিশে বোলিং করেন।’ চোটের কারণে অবশ্য পাঞ্জাবের বিপক্ষে পাতিরানা খেলতে পারছেন না বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৭.৬৮ ইকোনমিতে পাতিরানা এবারের আইপিএলে নিয়েছেন ১৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৪০ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৯.০০ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১৩ ১০.০৬ দিল্লি ক্যাপিটালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ মুম্বাই ইন্ডিয়ানস
*২০২৪ এর ৩০ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
২০২৪ আইপিএলের শেষ ম্যাচ আজই খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ মোস্তাফিজের কাছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। তবে খরুচে বোলিংয়ের কারণে পার্পল ক্যাপ নেই মোস্তাফিজের কাছে। বুমরা বোলিং করেছেন ৬.৪০ ইকোনমিতে। মোস্তাফিজের ইকোনমি ৯.৭৫। হার্শালের ইকোনমি ১০.১৮। বর্তমানে তাঁর দল পাঞ্জাব ফিল্ডিং করছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। পাঞ্জাব অধিনায়কও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। কারান এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। পাঞ্জাবের আরেক বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়েরও ১২ উইকেট।
মাথিসা পাতিরানা ও মোস্তাফিজকে নিয়ে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়েছে। রিলসে দেখা গেছে, পাতিরানা ও মোস্তাফিজ লুকোচুরি খেলছেন। একপাশ থেকে উঁকি দিচ্ছেন পাতিরানা। অন্যপাশ থেকে উঁকি দিচ্ছেন ফিজ। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ডেথ ওভারে তাঁরা মিলেমিশে বোলিং করেন।’ চোটের কারণে অবশ্য পাঞ্জাবের বিপক্ষে পাতিরানা খেলতে পারছেন না বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৭.৬৮ ইকোনমিতে পাতিরানা এবারের আইপিএলে নিয়েছেন ১৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৪০ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৯.০০ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১৩ ১০.০৬ দিল্লি ক্যাপিটালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ মুম্বাই ইন্ডিয়ানস
*২০২৪ এর ৩০ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে