Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ম্যাচটি খেলতে চেয়েছিল, বললেন স্কালোনি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৮
ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ম্যাচটি খেলতে চেয়েছিল, বললেন স্কালোনি

কোপা আমেরিকার ফাইনালের পর গতকাল রাতে আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনার মহারণের কথা ছিল। তবে সেই মহারণের উত্তাপ উপভোগ করতে পারেননি ফুটবলপ্রেমীরা। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ম্যাচ শুরুর পরপরই তা ভেস্তে যায়। পরে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য জানিয়েছেন, ব্রাজিল-আর্জেন্টিনা দুই পক্ষই খেলা চালিয়ে নেওয়ার পক্ষে ছিল।

সাও পাওলোতে ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের সময় ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের (অ্যানভিসা) কর্তারা ডাগ আউটে উপস্থিত হয়ে দাবি করেন, কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করেছে আর্জেন্টিনা, চারজন ফুটবলারের ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই মাঠে নেমেছে। শুরু হয় হট্টগোল। ম্যাচের মাঝে আচমকা এমন বিপত্তিতে থমকে যায় খেলা। ব্রাজিলের করোনা বিধিনিষেধের কারণে শেষমেশ ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

মাঝপথে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় চটেছেন  আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তাঁর দাবি, ম্যাচের আগে জানানোই হয়নি যে এই চার ফুটবলার খেলতে পারবে না। স্কালোনি বলেছেন, ‘একবারও আমাদের জানানো হয়নি যে তারা ম্যাচটি খেলতে পারবে না। আমরা ম্যাচটি খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয়ান ফুটবলাররাও।’

ম্যাচ স্থগিত নিয়ে ক্ষোভ ঝাড়ার পাশাপাশি নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, সত্যটা হলো, এটা আমাকে ব্যথিত করেছে। আমি এখানে কাউকে দোষারোপ করতে যাব না। যেটা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। যদি কিছু ঘটেই থাকে অথবা নাও ঘটে থাকে, সেটা নিয়ে হস্তক্ষেপ করার সময় এটা ছিল না। বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। ম্যাচটি উপভোগ করা উচিত ছিল। আমি জানি না, আমার এখন কী বলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত