Ajker Patrika

সাকিব শুটিংয়ে যাওয়ায় বরিশালকে বিসিবির নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব শুটিংয়ে যাওয়ায় বরিশালকে বিসিবির নোটিশ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জৈব-সুরক্ষা বলয় না থাকলেও ছিল কঠোরতা। সেই কঠোরতা রক্ষা করতে পারেনি ফরচুন বরিশাল। ফাইনালের আগের দিন দলের অনুশীলন রেখে বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান। এতেই ভাঙে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া নির্দেশনা। যার কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে কারণ দর্শনানোর নোটিশ দিয়েছে বিসিবি।

ম্যানেজড ইভেন্ট এনভাইরনমেন্ট (এমইই) নামের করোনানীতিতে হয়েছিল এবারের বিপিএল। জরুরি প্রয়োজনে যদি কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ টিম হোটেল ছাড়েন, তাঁকে করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। নিয়ম মেনে ফাইনালে মাঠে নামার আগে করোনা নেগেটিভের সার্টিফিকেট নিয়ে আসেন সাকিব। কিন্তু নিয়ম তো নিয়মই, তা ভঙ্গ করায় তার দলকে শোকজ করে বিসিবি। 

আজ শুক্রবার ফাইনাল শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, ফ্র্যাঞ্চাইজিকে শোকজ করা হয়েছে। জৈব-সুরক্ষা বলয় ভেঙ্গে বাইরে গেলো কিভাবে! আমরা ফ্র্যাঞ্চাজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম, কিভাবে জৈব-সুরক্ষা বলয় বজায় রাখতে হবে। এটা ভঙ্গ হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে।’

টুর্নামেন্ট চলাকালীন সময়ে এ ধরনের কাজ করার নিয়ম নেই জানিয়ে পাপন বলেন, ‘টুর্নামেন্টের মাঝেতো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত