Ajker Patrika

তীরে এসেই ডুবল বাংলাদেশের তরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩: ২৯
তীরে এসেই ডুবল বাংলাদেশের তরি

আক্ষেপ জাগিয়ে বাংলাদেশ শেষ করল ঢাকা টেস্ট। টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন ভারতের দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের দরকার ছিল ৬ উইকেট। সকালে দ্রুত ৩ উইকেট ফেললেও রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার জুটির বাধা টপকাতে পারেনি বাংলাদেশ। ৩ উইকেটের জয়ে ম্যাচের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতে নিয়েছে ভারত।  

দিনের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ১৩ জয়দেব উনাদকাটকে ফেরান সাকিব। আগের ওভারে অবশ্য আম্পায়ার্স কলে বেঁচে যান উনাদকাট। মেহেদী হাসান মিরাজের বলে তাঁর বিপক্ষে জোরালো আবেদন সাড়া দেননি আম্পায়ার ক্রিস ব্রাউন। রিভিউতে আম্পায়ার্স কল উনাদকাটের পক্ষে যায়। 

উনাদকাটের পর ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেলের উইকেট তুলে নেন মিরাজ। দ্রুত রান চেষ্টায় থাকা পন্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। ১৩ বলে ১ চারে ৯ রান করেন পন্ত। বাংলাদেশের গলার কাঁটা আর ভারতের আশা হয়ে থাকা অক্ষরকেও শিকারে পরিণত করেন মিরাজ।   

বোল্ড হয়ে ফেরেন অক্ষর। সমাপ্তি ঘটে তাঁর ৬৯ বলে ৩৪ রানের ইনিংসের। টেস্ট ক্যারিয়ারে এটি মিরাজের নবম ফাইফার। চতুর্থ দিনের বাকি গল্পটা শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের। ৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারানোর বাকি পথটা তো পাড়ি দিয়েছেন তাঁরাই। 

দুজনের ৭১ রানের জুটিতেই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্বপ্নের সমাধি ঘটে। ৬২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বিন। তবে অশ্বিন মুমিনুল হককে একটা ধন্যবাদ দিতেই পারেন। শর্ট লেগে তাঁর ক্যাচ ফেলেন মুমিনুল। অশ্বিনের রান তখন ১। ৪৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন অশ্বিনের সঙ্গী আইয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত