Ajker Patrika

এশিয়া কাপ কবে-কোথায়, জানালেন এসিসি সভাপতি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৮: ৪৭
আমিরাতে এশিয়া কাপ, দিনক্ষণ চূড়ান্ত। ফাইল ছবি
আমিরাতে এশিয়া কাপ, দিনক্ষণ চূড়ান্ত। ফাইল ছবি

কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। অনুমিতভাবে এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলো। আয়োজনস্বত্ব ভারতের।

আজ এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ সব তথ্য জানিয়েছেন। নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’

এক এশিয়া কাপ নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে আলোর মুখ দেখল। উচ্ছ্বসিত নাকভির তাই স্বস্তি, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’ দ্রুত পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দেওয়ার কথাও বললেন পিসিবি ও এসিসি প্রধান, ‘বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’

গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।

পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত