Ajker Patrika

টানা তিন ম্যাচ জয়ের পর হোঁচট খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
হ্যাটট্রিক জয়ের পর হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি
হ্যাটট্রিক জয়ের পর হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

হারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।

বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ জিতেছিল থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। তাতে মূল পর্বের অনেক কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালেই মূল পর্ব নিশ্চিত হতো জ্যোতিদের। এই ক্যারিবীয়দের কাছেই ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

২২৮ রানের লক্ষ্যে নেমে ২৬ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে উইন্ডিজ ওপেনার জাইদা জেমসকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ২০ বলে জেমস করেন ৯ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ক্যারিবীয় উইকেটরক্ষক শিমাইন ক্যাম্পবেল। দ্বিতীয় উইকেটে ক্যাম্পবেলের সঙ্গে ৪৪ বলে ৩৪ রানের জুটি গড়তে অবদান রাখেন আরেক ওপেনার কিয়ানা জোসেফ। ১৪তম ওভারের প্রথম বলে জোসেফকে ফিরিয়ে জুটি ভাঙেন লেগস্পিনার রাবেয়া খান। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন জোসেফ।

জোসেফ ফেরার পর ক্যাম্পবেলের উইকেটও দ্রুত হারায় ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের দুই ব্যাটারকে তাড়াতাড়ি হারিয়ে উইন্ডিজের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। এরপর ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। চতুর্থ উইকেটে স্টেফানি টেলর ও ম্যাথুস গড়েন ৮০

বলে ৬৬ রানের জুটি। ৩০তম ওভারের চতুর্থ বলে ম্যাথুসকে ফিরিয়ে জুটি ভাঙেন মারুফা আকতার।

ম্যাথুসের (৩৩) পর টেলরকেও (৩১) দ্রুত ফিরিয়েছে বাংলাদেশ। দুই সেট ব্যাটারকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৩১.৫ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান। ষষ্ঠ উইকেটে সাবিকা গজনবী ও চিনেলে হেনরির ৬৪ বলে ৫০ রানের জুটিতেই ম্যাচ জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় ক্যারিবীয়রা। ৪৩তম ওভারের তৃতীয় বলে গজনবীর উইকেট নিয়ে জুটি ভাঙেন রিতু মনি।

সপ্তম উইকেটে ম্যাচটা প্রায় শেষই করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে চিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইনে গড়েন ১৮ বলে ৩০ রানের জুটি। জিততে যখন ১ রান দরকার, তখন অ্যালেইনের উইকেট হারায় ক্যারিবীয়রা। উইকেটটি নিয়েছেন নাহিদা আকতার। এরপর ৪৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ২৪ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন হেনরি। ৪৮ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা।

এলসিসিএ গ্রাউন্ডে আজ টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। যা ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে এটা যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি ভাঙতেই এলোমেলো হয়ে যায় এশিয়ার দলটি। ৪৯ রান যোগ করতে ৭ উইকেট হারায় তারা। নবম উইকেটে এরপর রাবেয়া খান ও নাহিদার ৩২ বলে ৩১ রানের জুটিতেই ২০০ পেরোয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে জ্যোতির দল করেছে ৯ উইকেটে করেছে ২২৭ রান।

বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন সুপ্তা। ৭৯ বলের ইনিংসে ৯ চার মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন পিংকি। ৯ নম্বরে নামা রাবেয়া ২০ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের অ্যালেইনে ৯ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন ক্যারিবীয় এই পেসার। অ্যাফি ফ্লেচার ও উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস নিয়েছেন দুটি করে উইকেট। হেনরি পেয়েছেন এক উইকেট।

৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে শনিবার এলসিসিএ গ্রাউন্ডে। গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান এখন খেলছে থাইল্যান্ডের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া পাকিস্তান এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০.২ ওভারে ৪ উইকেটে করেছে ১২৫ রান।

আরও পড়ুন:

হঠাৎ ধসে এলোমেলো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২২৮ রান

পাকিস্তানে এবার বাংলাদেশের মেয়েদের আরেক রেকর্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত