নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসার দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বছরের মে মাসে একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ সফর করবে।
বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করবেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তাঁরা ঘুরে দেখেছেন। কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, সেটা নিয়েও আলাপ-আলোচনা হবে। বিস্তারিত সূচি পরে জানানো হবে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ পুনরায় আয়োজন নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মিরপুরে নাফীস বলেন, ‘গত ২০২৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সূচিটা আবার নতুন করে তৈরি করতে হয়। আশা করছি, ২০২৫ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটা আয়োজন করতে পারব। কোনো সফরের আগে তাদের ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রতিনিধি দল পাঠায়। তারা এসেছেন ও ঢাকায় দেখেছেন। আগামীকাল সিলেট সফরও আছে। এটা একদমই তাদের রুটিন প্রটোকল। এই সিরিজের সূচি (বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’) গণমাধ্যমের কাছে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।’
গত বছরই বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসার দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বছরের মে মাসে একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ সফর করবে।
বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করবেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তাঁরা ঘুরে দেখেছেন। কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, সেটা নিয়েও আলাপ-আলোচনা হবে। বিস্তারিত সূচি পরে জানানো হবে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ পুনরায় আয়োজন নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মিরপুরে নাফীস বলেন, ‘গত ২০২৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সূচিটা আবার নতুন করে তৈরি করতে হয়। আশা করছি, ২০২৫ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটা আয়োজন করতে পারব। কোনো সফরের আগে তাদের ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রতিনিধি দল পাঠায়। তারা এসেছেন ও ঢাকায় দেখেছেন। আগামীকাল সিলেট সফরও আছে। এটা একদমই তাদের রুটিন প্রটোকল। এই সিরিজের সূচি (বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’) গণমাধ্যমের কাছে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।’
গত বছরই বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে