Ajker Patrika

বিশ্বকাপে দ্বিগুণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মেয়েরা

বিশ্বকাপে দ্বিগুণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মেয়েরা

মেয়েদের ক্রিকেট নিয়ে আইসিসির ভাবনার অন্ত নেই। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চাচ্ছে আইসিসি। সেই চেষ্টা যে একদম বৃথা যাচ্ছে, তা না। মেয়েদের ক্রিকেটে বিনোয়োগে আগ্রহী হয়ে উঠছে স্পনসররা।

সেটারই একটা ছাপ দেখা মেয়েদের এবারের ওয়ানডে বিশ্বকাপে। বিশ্বকাপে আগের চেয়ে দ্বিগুণ আর্থিক পুরস্কার পাবেন মেয়েরা। আগামী মার্চে নিউজিল্যান্ডে বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে বিশ্বকাপ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে আজ মঙ্গলবার আর্থিক পুরস্কার বাড়ানোর সুখবর দিয়েছে আইসিসি।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৩ লাখ ২০ হাজার ডলার। যেটা সর্বশেষ ২০১৭ বিশ্বকাপের চেয়ে দ্বিগুণ। এছাড়া এবারের রানার্সআপ দলকে দেওয়া হবে ৬ লাখ ডলার। যেটা গত আসরের চেয়ে ২ লাখ ৭০ হাজার ডলার বেশি। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে সমান ৩ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ডে বাদ পড়া চার দল ৭০ হাজার ডলার করে পাবে। 

প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য দলগুলোকে ২৫ হাজার ডলার করে দেওয়া হবে। এই রাউন্ডের ২৮ ম্যাচে জয়ের বোনাস হবে ৭ লাখ ডলার। ২০১৩ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১১ তম আসরে সবমিলিয়ে পুরস্কারকারের পরিমাণ ছিল ২ লাখ ডলার। ২০১৭ সালে এটি দশগুণ বেড়ে হয় ২০ লাখ ডলার। এবার ২০২২ সালের আসরে দেওয়া হবে সবমিলিয়ে ৩৫ লাখ ডলার। যা গত আসরের চেয়ে ৭৫ শতাংশ বেশি। 

প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশকাপ খেলতে এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশের মেয়েরা। কোয়ারিন্টিন শেষে আজ অনুশীলনে ফিরেছেন জাহানারা আলম-নিগার সুলতানারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত