২০২৪ বিপিএল দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে, যেখানে পেশাদার ক্রিকেটে তামিম সর্বশেষ অধিনায়কত্ব করেছেন গত বছরের জুলাইয়ে বাংলাদেশের জার্সিতে। ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বহু ক্লিশে কথা আবারও তামিমের কাছে ঘুরেফিরে এল যখন তিনি বরিশালের নেতৃত্ব পেয়েছেন।
দলের পারফরম্যান্স, নিজের পারফরম্যান্স—সব মিলে অধিনায়ক তামিমের এবারের বিপিএলে সময়টা যাচ্ছে অম্লমধুর। কখনো ভালো তো কখনো আশানুরূপ হচ্ছে না। এ কারণে নেতৃত্বের চাপ সামলাতে গিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। যেখানে গত ২৩ জানুয়ারি মিরপুরে বিপিএলে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ পাঁচ বলে যখন কুমিল্লার ১৩ রান দরকার, তখন বোলিংয়ে খালেদ আহমেদ আর ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ড। সেখান থেকে ছক্কা-চার মেরে কুমিল্লাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন ফোর্ড।
সেই ম্যাচের পর এক ম্যাচ বরিশালের একাদশে ছিলেন না খালেদ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি ফেরেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের প্রতিনিধি হয়ে আসেন বাংলাদেশের এই পেসার। অধিনায়কদের ঝাড়ি ম্যাচে কতটা কাজে দেয়, সে প্রসঙ্গ এলে খালেদ বলেন, ‘আমি ফিল্ড সেটআপ সেভাবে করেছি। ব্যাটার যেন প্রস্তুত থাকেন সেদিকে মারতে। তাকে (ফোর্ড) বোকা বানাতেই সেভাবে বোলিং করেছি। যেভাবেই হোক, তা হয়নি। দিনটা তারই ছিল। তার সংযোগ ভালো হয়েছে। আমাকে বড় ভাইয়েরাই ঝাড়ি দিতে পারেন। মাঠের ভেতরে সবাই সমান। বড় ভাই ঝাড়ি দিয়েছেন, তাতে কিছু মনে করি না।’
রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ে এবারের বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে বরিশাল। খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম—এই তিন দলের বিপক্ষে টানা হেরেছে তামিমের বরিশাল। তিন ম্যাচে বরিশালের স্কোর ছিল ১৮৭, ১৬১ ও ১৮৩। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল ১৮৬ রান করে বরিশাল ম্যাচ জেতে ৪৯ রানে। খালেদের মতে, বোলিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছিল না বরিশালের। তিনি বলেন, ‘দেখুন, আমাদের দল অনেক ভালো। কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। গত ম্যাচে চট্টগ্রামের সঙ্গে ১০ রানে হেরেছি। আসলে আমাদের বোলিং ভালো হচ্ছিল না। সব বোলারই আজ চেষ্টা করেছে। টানা তিন ম্যাচ যেহেতু হেরেছি, এ কারণে চেষ্টা ছিল ভালো বোলিং করার।’
২০২৪ বিপিএল দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে, যেখানে পেশাদার ক্রিকেটে তামিম সর্বশেষ অধিনায়কত্ব করেছেন গত বছরের জুলাইয়ে বাংলাদেশের জার্সিতে। ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বহু ক্লিশে কথা আবারও তামিমের কাছে ঘুরেফিরে এল যখন তিনি বরিশালের নেতৃত্ব পেয়েছেন।
দলের পারফরম্যান্স, নিজের পারফরম্যান্স—সব মিলে অধিনায়ক তামিমের এবারের বিপিএলে সময়টা যাচ্ছে অম্লমধুর। কখনো ভালো তো কখনো আশানুরূপ হচ্ছে না। এ কারণে নেতৃত্বের চাপ সামলাতে গিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। যেখানে গত ২৩ জানুয়ারি মিরপুরে বিপিএলে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ পাঁচ বলে যখন কুমিল্লার ১৩ রান দরকার, তখন বোলিংয়ে খালেদ আহমেদ আর ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ড। সেখান থেকে ছক্কা-চার মেরে কুমিল্লাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন ফোর্ড।
সেই ম্যাচের পর এক ম্যাচ বরিশালের একাদশে ছিলেন না খালেদ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি ফেরেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের প্রতিনিধি হয়ে আসেন বাংলাদেশের এই পেসার। অধিনায়কদের ঝাড়ি ম্যাচে কতটা কাজে দেয়, সে প্রসঙ্গ এলে খালেদ বলেন, ‘আমি ফিল্ড সেটআপ সেভাবে করেছি। ব্যাটার যেন প্রস্তুত থাকেন সেদিকে মারতে। তাকে (ফোর্ড) বোকা বানাতেই সেভাবে বোলিং করেছি। যেভাবেই হোক, তা হয়নি। দিনটা তারই ছিল। তার সংযোগ ভালো হয়েছে। আমাকে বড় ভাইয়েরাই ঝাড়ি দিতে পারেন। মাঠের ভেতরে সবাই সমান। বড় ভাই ঝাড়ি দিয়েছেন, তাতে কিছু মনে করি না।’
রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ে এবারের বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে বরিশাল। খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম—এই তিন দলের বিপক্ষে টানা হেরেছে তামিমের বরিশাল। তিন ম্যাচে বরিশালের স্কোর ছিল ১৮৭, ১৬১ ও ১৮৩। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল ১৮৬ রান করে বরিশাল ম্যাচ জেতে ৪৯ রানে। খালেদের মতে, বোলিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছিল না বরিশালের। তিনি বলেন, ‘দেখুন, আমাদের দল অনেক ভালো। কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। গত ম্যাচে চট্টগ্রামের সঙ্গে ১০ রানে হেরেছি। আসলে আমাদের বোলিং ভালো হচ্ছিল না। সব বোলারই আজ চেষ্টা করেছে। টানা তিন ম্যাচ যেহেতু হেরেছি, এ কারণে চেষ্টা ছিল ভালো বোলিং করার।’
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৮ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১১ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১২ ঘণ্টা আগে