Ajker Patrika

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল

বাংলাদেশ সফরে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অভিজ্ঞ-তারুণ্য, স্পিন-পেস, সব মিলিয়ে দলে রয়েছে দারুণ মিশ্রণ। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল প্রোটিয়ারা। 

ঘরোয়া ক্রিকেটে পারফরম করে ব্যাটার ম্যাথু ব্রিজকে বাংলাদেশ সফরের দলেও রেখেছে সিএসএ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে দল রাখলেও সুযোগ পাননি একাদশে। প্রায় দেড় বছর পর ব্যাটিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি আবারও ফিরেছেন দলে। ২০২৩ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টেস্ট খেলা এই অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৭ উইকেটের পাশাপাশি করেছেন ৪৮০৫ রান। 

অভিজ্ঞ কেশভ মহারাজের সঙ্গে মুথুসামি সামলাবেন স্পিন বিভাগ, যিনি ঢাকা টেস্টে হতে পারেন বেশ কার্যকরী। তাঁদের সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে আছেন আরেক স্পিনার ডেন পিড। প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁর শিকার ৪৪৭ উইকেট। পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে আছেন নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন ও উইয়ান মুল্ডার। 

আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা দক্ষিণ আফ্রিকা দলের। ২১ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে শান্ত-মার্করামদের প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে দেবেন টেম্বা বাভুমা। উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বললেন, ‘প্রথমে দুই বোর্ডকে ধন্যবাদ জানাই সিরিজ নিশ্চিত করার জন্য। বাংলাদেশ সব সময় কঠিন জায়গা। ঘরের মাঠে তারা শক্তিশালী দল। আমাদের এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এমন এক স্কোয়াড আমরা বেছে নিয়েছি, যা সেই কন্ডিশনে সহায়তা করবে। আমাদের ৩ জন সামনের সারির স্পিনার আছে। সব মিলে দলে বেশ গভীরতা আছে চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো।’ 

এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশওয়েল প্রিন্স। যিনি এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বেও ছিলেন। নিঃসন্দেহে তাঁর অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবে প্রোটিয়ারা। 

বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: 
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, ডেন পিড, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত