ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনা আরও বাড়তে থাকে। টেস্ট শেষের এক মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাজে রেটিং দিল এই মাঠকে।
গ্রিন পার্ক স্টেডিয়ামকে আইসিসি কঠিন শাস্তি দিয়েছে গতকাল। ক্রিকেটের অভিভাবক সংস্থা এই স্টেডিয়ামের আউটফিল্ডকে দিয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং। একই সঙ্গে স্টেডিয়ামটির কপালে একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে। এই স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট হয়েছিল ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর। ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। দ্বিতীয়, তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। যেখানে তৃতীয় দিনে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। বেশির ভাগটা বৃষ্টির পেটে চলে গেলেও যতটুকু সময় খেলা হয়েছে, আউটফিল্ড তেমন একটা ভালো ছিল না।
আইসিসি গতকাল ২০২৪-২৫ মৌসুমে ভারত এখন পর্যন্ত যে পাঁচটি ভেন্যুতে খেলেছে, সেই পাঁচ ভেন্যুর পাশাপাশি পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যুগুলোরও রেটিং দিয়েছে। যার মধ্যে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম পেয়েছে ‘খুব ভালো’ রেটিং। এরপর নিউজিল্যান্ড সিরিজের তিন টেস্টের ভেন্যু বেঙ্গালুরু, পুনে, মুম্বাই-সবাই পেয়েছে ‘সন্তোষজনক’ রেটিং। যেখানে পুনে ও মুম্বাইয়ে অনুষ্ঠিত দুটি টেস্টেরই ফল এসেছে তিন দিনে। এই দুই টেস্টেই দেখা গেছে স্পিনারদের রাজত্ব। ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। যা ভারতের নিজেদের মাঠে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ঘটনা।
মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু দুটি পেয়েছে সন্তোষজনক রেটিং। যেখানে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মুলতান ও রাওয়ালপিন্ডিতে রাজত্ব করেছিলেন স্পিনাররা। ইংল্যান্ডের ৪০ উইকেটের সবকটিই পেয়েছেন পাকিস্তানের স্পিনাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তান জেতে ২-১ ব্যবধানে। যেটা ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর পাকিস্তানের টেস্ট সিরিজ জয়।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পিচ ও আউফিল্ডের রেটিং আইসিসি রেটিং করে থাকে অবস্থাভেদে বিভিন্নভাবে। যার মধ্যে রয়েছে সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। অসন্তোষজনকের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া ভেন্যুকে। আনফিটের কারণে থাকে তিন ডিমেরিট পয়েন্ট। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়সীমার মধ্যে পাঁচ অথবা বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে না সেই ভেন্যু।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনা আরও বাড়তে থাকে। টেস্ট শেষের এক মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাজে রেটিং দিল এই মাঠকে।
গ্রিন পার্ক স্টেডিয়ামকে আইসিসি কঠিন শাস্তি দিয়েছে গতকাল। ক্রিকেটের অভিভাবক সংস্থা এই স্টেডিয়ামের আউটফিল্ডকে দিয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং। একই সঙ্গে স্টেডিয়ামটির কপালে একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে। এই স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট হয়েছিল ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর। ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। দ্বিতীয়, তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। যেখানে তৃতীয় দিনে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। বেশির ভাগটা বৃষ্টির পেটে চলে গেলেও যতটুকু সময় খেলা হয়েছে, আউটফিল্ড তেমন একটা ভালো ছিল না।
আইসিসি গতকাল ২০২৪-২৫ মৌসুমে ভারত এখন পর্যন্ত যে পাঁচটি ভেন্যুতে খেলেছে, সেই পাঁচ ভেন্যুর পাশাপাশি পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যুগুলোরও রেটিং দিয়েছে। যার মধ্যে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম পেয়েছে ‘খুব ভালো’ রেটিং। এরপর নিউজিল্যান্ড সিরিজের তিন টেস্টের ভেন্যু বেঙ্গালুরু, পুনে, মুম্বাই-সবাই পেয়েছে ‘সন্তোষজনক’ রেটিং। যেখানে পুনে ও মুম্বাইয়ে অনুষ্ঠিত দুটি টেস্টেরই ফল এসেছে তিন দিনে। এই দুই টেস্টেই দেখা গেছে স্পিনারদের রাজত্ব। ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। যা ভারতের নিজেদের মাঠে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ঘটনা।
মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু দুটি পেয়েছে সন্তোষজনক রেটিং। যেখানে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মুলতান ও রাওয়ালপিন্ডিতে রাজত্ব করেছিলেন স্পিনাররা। ইংল্যান্ডের ৪০ উইকেটের সবকটিই পেয়েছেন পাকিস্তানের স্পিনাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তান জেতে ২-১ ব্যবধানে। যেটা ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর পাকিস্তানের টেস্ট সিরিজ জয়।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পিচ ও আউফিল্ডের রেটিং আইসিসি রেটিং করে থাকে অবস্থাভেদে বিভিন্নভাবে। যার মধ্যে রয়েছে সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। অসন্তোষজনকের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া ভেন্যুকে। আনফিটের কারণে থাকে তিন ডিমেরিট পয়েন্ট। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়সীমার মধ্যে পাঁচ অথবা বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে না সেই ভেন্যু।
মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
২ মিনিট আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
৪৩ মিনিট আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনার খসড়া ভোটার তালিকার ওপর জমা পড়া প্রায় ৩০টি আপত্তির শুনানি করেছেন। যার একটিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
২ ঘণ্টা আগে