শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’
শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১২ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৬ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৬ ঘণ্টা আগে