বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত রাতে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ এবার ঝাঁপিয়ে পড়বে প্রস্তুতিপর্বে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে নাও দেখা যেতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ১ জুন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ জানিয়েছে, প্রতিবেশী দেশের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কোহলির না খেলার সম্ভাবনা অনেক বেশি। রাজস্থান রয়্যালসের কাছে গত বুধবার হেরে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিদায় নেয় এলিমিনেটর থেকে। সেই ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে শোনা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভি নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কোহলি জানিয়েছেন তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘কোহলি আমাদের নিশ্চিত করেছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। যার কারণে বিসিসিআই তাঁর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। আশা করা হচ্ছে ৩০ মে সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেবেন। বিসিসিআই তাঁর অনুরোধ গ্রহণ করেছে।’
এবারের বিশ্বকাপে ‘এ’ ও ‘ডি’ দুটি ভিন্ন গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করবে। রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা গতকাল বিশ্বকাপ খেলতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভারতের প্রথম ব্যাচের সঙ্গে যাননি বেঙ্গালুরু তারকা।
বড় মঞ্চে বাংলাদেশকে পেলে কোহলি যে জ্বলে ওঠেন, সেটা আর না বললেও চলছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৬ মেরে সেঞ্চুরির পাশাপাশি ভারতের জয় নিশ্চিত করেন। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল ৫ রানে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত রাতে। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ এবার ঝাঁপিয়ে পড়বে প্রস্তুতিপর্বে। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে নাও দেখা যেতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ১ জুন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ জানিয়েছে, প্রতিবেশী দেশের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কোহলির না খেলার সম্ভাবনা অনেক বেশি। রাজস্থান রয়্যালসের কাছে গত বুধবার হেরে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিদায় নেয় এলিমিনেটর থেকে। সেই ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে শোনা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে এনডিটিভি নিশ্চিত করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কোহলি জানিয়েছেন তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘কোহলি আমাদের নিশ্চিত করেছেন, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। যার কারণে বিসিসিআই তাঁর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। আশা করা হচ্ছে ৩০ মে সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেবেন। বিসিসিআই তাঁর অনুরোধ গ্রহণ করেছে।’
এবারের বিশ্বকাপে ‘এ’ ও ‘ডি’ দুটি ভিন্ন গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু করবে। রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজারা গতকাল বিশ্বকাপ খেলতে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভারতের প্রথম ব্যাচের সঙ্গে যাননি বেঙ্গালুরু তারকা।
বড় মঞ্চে বাংলাদেশকে পেলে কোহলি যে জ্বলে ওঠেন, সেটা আর না বললেও চলছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের বিপক্ষে ৬ মেরে সেঞ্চুরির পাশাপাশি ভারতের জয় নিশ্চিত করেন। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল ৫ রানে।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
২৯ মিনিট আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
২ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
২ ঘণ্টা আগে