Ajker Patrika

টানা হারলেও বাংলাদেশ ভালো খেলছে ইংল্যান্ডের চেয়ে, মনে করেন ভন 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৩: ২৮
টানা হারলেও বাংলাদেশ ভালো খেলছে ইংল্যান্ডের চেয়ে, মনে করেন ভন 

ধর্মশালায় আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশই এরপর মুখ থুবড়ে পড়েছে। টানা পাঁচ ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের বাংলাদেশের। 

বাংলাদেশের মতো ভয়াবহ অবস্থা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদেরও। বাংলাদেশ, ইংল্যান্ড—দুটো দলই এবারের বিশ্বকাপে ছয়টি করে ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। ইংল্যান্ডের একমাত্র জয় এসেছে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে ৬৯ রানে, যা এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই তিন দলের কাছেও পাত্তা পায়নি ইংলিশরা।

অন্যদিকে নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার কাছেও বাংলাদেশ উড়ে গেছে। টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের জয়ের সুযোগ ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে ডাচরা ২২৯ রান করলেও বাংলাদেশ অলআউট হয়েছে ১৪২ রানে। 

কলকাতার ম্যাচের চিত্রনাট্যই যেন লেখা ছিল লক্ষ্ণৌর ভারত-ইংল্যান্ড ম্যাচে। গত পরশু ভারত প্রথমে ব্যাটিং করে ২২৯ রান স্কোরবোর্ডে জমা করে। রান তাড়া করতে নেমে ১২৯ রানে অলআউট হয়েছে। ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার দশে রয়েছে। নেট রানরেটে তুলনামূলক এগিয়ে থাকা বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ-ইংল্যান্ডের ‘প্রতিযোগিতা’ নিয়ে ভন যেমন মজা করেছেন, তেমনি বাংলাদেশকে নিয়েও হতাশা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ক্রিকবাজের আয়োজন করা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ প্রিভিউতে বলেন, ‘ইংল্যান্ডের চেয়ে তুলনামূলক ভালো খেলছে বাংলাদেশ। সত্যিই আমাকে হতাশ করেছে বাংলাদেশ। ডিকে (দিনেশ কার্তিক) আমাকে বলেছিল যে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ জয় পেয়েছে ঘরের মাঠে ধুলো ওড়া উইকেটে খেলে। নেদারল্যান্ডসের কাছে ১৪২ রানে অলআউট হওয়া সত্যিই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটাররা দল হিসেবে খেলতে পারছে না। এটা সত্যিই চিন্তার ব্যাপার।’ 

আট দল নিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। সেই চ্যাম্পিয়নস ট্রফিতে ২০২৩ বিশ্বকাপের লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল ও আয়োজক পাকিস্তান খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। অন্যদিকে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলা একটু শঙ্কার মধ্যে পড়ে গেছে, যেখানে আজ বেলা আড়াইটায় কলকাতায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরপর ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে আর ১১ নভেম্বর পুনেতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তা ছাড়া বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বারবার চ্যাম্পিয়নস ট্রফির কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা প্রসঙ্গে কার্তিক দলের ব্যাটিং-বোলিং দুটি দিক নিয়েই কথা বলেন, ‘বাংলাদেশের এখনো দুটি কঠিন ম্যাচ বাকি আছে। তাদের ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছে। তবে তাদের বোলিংটা ভালো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত