Ajker Patrika

বিপিএল রেখে সিঙ্গাপুরে যাচ্ছেন কেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২২: ২৮
বিপিএল রেখে সিঙ্গাপুরে যাচ্ছেন কেন সাকিব 

চোখের সমস্যা ভালোই ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। বিশ্বকাপ থেকে এই সমস্যায় ভুগছেন তিনি। সমস্যার সমাধানে তিনি বিপিএলের আগে লন্ডনে গিয়েছিলেন। বিপিএলে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলার পর আবারও চিকিৎসার শরণ নিতে হচ্ছে সাকিবকে। এবার তিনি যাচ্ছেন সিঙ্গাপুরে।

বিসিবি সূত্র জানায়, ব্যাটিংয়ের সময় দৃষ্টিশক্তি শতভাগ ঠিক নেই সাকিবের। এটির সমাধানে কদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল তাঁর। লন্ডন থেকে ফিরে রংপুর রাইডার্সের হয়ে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছেন। ৩ নম্বর পজিশনে নেমে করেছেন ২ রান। চোখের সমস্যাটা দূর না হওয়ায় এবার বিসিবির তত্ত্বাবধানে সাকিবের সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত। কালই সিঙ্গাপুরে যাওয়ার কথা তাঁর। তার মানে ঢাকার প্রথম পর্বে রংপুরের বাকি ম্যাচটা আর খেলা হচ্ছে না সাকিবের। রংপুরের পরের ম্যাচটি আগামী মঙ্গলবার সিলেটের বিপক্ষে।

বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটা মতামত নিতে ও সিঙ্গাপুরে যাচ্ছে। সিঙ্গাপুরের ডাক্তার যদি ইংল্যান্ডের চিকিৎসকের সুপারিশ দেখেই চিকিৎসা করে, তাহলে বেশি সময় লাগবে না ফিরতে। ওখানে যাওয়ার পরে বোঝা যাবে। আর পরীক্ষা-নিরীক্ষা করলে একটু সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত