Ajker Patrika

৯ হাজার রান করেও বিজয় কেন সুযোগ পাবেন না, প্রশ্ন শান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭: ০১
টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বিজয়। ছবি: এএফপি
টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বিজয়। ছবি: এএফপি

ঘরোয়া ক্রিকেটে বরাবরই হাসে এনামুল হক বিজয়ের ব্যাট। তা হোক লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেণির টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে এক সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৭০০ রান করে তিনি। যা তাঁকে এনে দেয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ।

আন্তর্জাতিক ক্রিকেটে এলেই যেন নড়বড়ে হয়ে পড়েন বিজয়। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে খেলার সুযোগ পেলেও তাঁর ব্যাট থেকে ১৯ রানই ছিল সর্বোচ্চ। দুই ইনিংসে ফেরেন খালি হাতে, বাকি এক ইনিংসে শুধু ৪ রান করেছেন। ক্রমাগত ব্যর্থ হওয়ার পরও কেন টেস্ট দলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। জবাবে শান্ত টেনে আনলেন ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান।

বিজয়ের প্রসঙ্গে সদ্য টেস্ট অধিনায়কত্ব ছাড়া শান্ত বলেন, ‘প্রথম শ্রেণিতে ৯০০০ হাজার রান—২৪ সেঞ্চুরি, ৪৯ ফিফটি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকের আমরা কেন দলে নেব না। ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল।’

বিজয় টেস্ট খেলতে নেমেছেন ৩ বছর পর। আগের ছয় টেস্টেও বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর অভিজ্ঞতার খোঁজে বিজয়কে বেছে নেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের ওপেনাররা কয়েক বছর ধরে খুব সংগ্রাম করছিল। জয়-জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে। পরে আর সেভাবে দলে অবদান রাখতে পারেনি। আমরা এই রকম একজন অভিজ্ঞ ক্রিকেটার খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কিনা একটু অভিজ্ঞ এই ফরম্যাটে। এটা আমার চিন্তা ছিল।’

বিজয়ের ঘাড়ে দোষ না দিয়ে দলীয় ব্যর্থতাকে বড় করে দেখলেন শান্ত, ‘খুবই দুর্ভাগ্যজনক তিনি রান করতে পারেননি। সুযোগ ছিল। এটা তাঁর জন্য হতাশার। আমি এখনো বিশ্বাস করি সামনে যদি সুযোগ আসে তখন তিনি ভালো কিছু করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, তাঁর ওপর দোষ দেওয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা ভালো খেলিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত