Ajker Patrika

১০৮ রানের লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০৮ রানের লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ 

মধ্যাহ্নভোজের পর উইকেট হারানোর সঙ্গে দ্রুত রানও তুলেছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে এই সেশনে ১২৪ রান তুলেছে স্বাগতিকেরা। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৮ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান। 

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরুতেই লিড নেয় বাংলাদেশ। সেটা বাড়িয়ে নেওয়ার দায়িত্ব ছিল লিটন দাস ও জাকির হাসানের। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে আরেকটি বড় ইনিংসের দিকেই এগোচ্ছিলেন জাকির হাসান। উমেশ যাদবের বলে দারুণ এক স্ট্রেট ড্রাইভে তিন রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিও পূর্ণ করেন। 

ফিফটির পরই ধৈর্য্যচূত হয় জাকিরের। নিজের উইকেটটা এক প্রকার ছুড়েই আসেন উমেশের কাছে। যাদবের শর্ট ও স্টাম্পের বেশ বাইরের নিরীহ বলটা তাড়া করে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পড়েন। তাতে ১৩৫ বলে ৫ চারে ৫১ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।  

লিটনের সঙ্গে জাকিরের ৬৯ বল স্থায়ী ৩২ রানের জুটিও ভাঙে তাতে। এই উইকেটের ১১ রানের মাথায় ফেরেন মেহেদি হাসান মিরাজও। অক্ষর প্যাটেলের বলে শূন্য রানে এলবিডব্লিউ হন মিরাজ। তখন ২৬ রানে এগিয়ে বাংলাদেশ। উইকেটে নেমেই তখন পাল্টা আক্রমণের পথ বেছে নেন নুরুল হাসান সোহান। 

উমেশকে চারের পর রবিচন্দ্রন অশ্বিনের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন সোহান। আক্রমণাত্মক হতে গিয়ে কয়েকবার একটুর জন্য বেঁচেও ফেরেন। তবে শেষ পর্যন্ত অক্ষরের বলে ঋষভ পান্তের স্টাম্পড হন। ২৯ বলে ২ ছক্কা ও এক চারে ৩১ রানের ইনিংসটি শেষ হয় তাতে। লিটনের সঙ্গে তাঁর ৪৮ বলে ৪৬ রানের জুটিও ভাঙে। দ্বিতীয় সেশনের বাকি অংশ তাসকিন আহমেদকে নিয়ে কাটিয়েছেন লিটন। 

এই জুটিতেই বাংলাদেশের লিড ১০০ রান ছাড়িয়েছে। এর মাঝে ফিফটি পূর্ণ করেছেন লিটন। ৭৮ বলে ৫৮ রান নিয়ে চা-বিরতির পর আবার ব্যাটিংয়ে নামবেন তিনি। তাঁর সঙ্গী তাসকিন অপরাজিত আছেন ১৫ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত