বোরহান জাবেদ
ঢাকা: ‘আমি পাইলাম ,আমি ইহাকে পাইলাম’—কাল পাল্লকেলেতে কি এই অনুভূতি হচ্ছিল মুমিনুল হকের?
টেস্ট সেঞ্চুরির স্বাদ নাকি অন্য সব সেঞ্চুরির চেয়ে আলাদা। মুমিনুল এই স্বাদ পেয়েছেন ১০ বার, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি।
তবুও এই সেঞ্চুরি নিয়েই বুক চিরে একটা দীর্ঘশ্বাস ঠিকই বেরিয়ে আসত তাঁর। দেশের বাইরে একটা সেঞ্চুরি কবে পাবেন! অবশেষে কাল সেটি ধরা দিয়েছে তাঁর কাছে। টেস্টে ৮ বছর কাটিয়ে দেওয়ার পর।
২০১৭ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের কথা মুমিনুলের ভোলার কথা নয়। কলম্বোর পিসারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে নিজেদের শততম টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মুমিনুলের মনে থাকার কারণ অবশ্য এটি নয়! দলে থাকলেও সেই টেস্টের একাদশে জায়গা পাননি মুমিনুল। দেশের বাইরে গেলে মুমিনুলের ব্যাট রানের কথা বেমালুম ভুলে যায়! ৪২ টেস্ট আর ২৯৬৭ দিন পর দেশের বাইরে কাল প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে মুমিনুলের কি ২০১৭ ফিরে আসছিল মনে?
পরশু প্রথম দিনের দ্বিতীয় সেশনে তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে এসেছিলেন মুমিনুল। তাঁর অধিনায়কত্বে ৬ টেস্টের ৫টিতেই হেরেছে দল। দেশের বাইরে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তো আছেই। দল দারুণ শুরু পেলেও স্বস্তিতে থাকার সুযোগ ছিল না মুমিনুলের। সব ভাবনা থেকে সরিয়ে স্বচ্ছন্দেই শুরু করেছিলেন।
কাল সকালের ২০-২৫ মিনিট বোলারদের বুঝতে সময় নিয়েছেন। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকলেও শুরুর এটুকু সময় দারুণ লাইন-লেংথে বোলিং করেছেন শ্রীলঙ্কান বোলাররা। বাউন্ডারি মেরেই দিনটা শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর উইকেটের চারপাশে যে শটই খেলছেন, কোনো অস্থিরতা ছিল না। লাহিরু কুমারকে পুল করে মিড অনে পাঠিয়ে দুই রান নিয়ে অনেকদিনের একটা বোঝা নামিয়েছেন। ৭৬ রান থেকে ৮০ রানে পোঁছে পেছনে ফেলেছেন দেশের বাইরে আগের সর্বোচ্চ ৭৭ রানকে। ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন।
মুমিনুলের বহু আরাধ্যের মুহূর্তটা আসে ইনিংসের ১১০ তম ওভারের পঞ্চম বলে। অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ ষ্ট্যাম্পের বলটায় জায়গা বানিয়ে কবজির মোছড়ে বাউন্ডারি ছাড়া করেন। অবশেষে বিদেশের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। আগের ১০ সেঞ্চুরির সবগুলোই করেছেন দেশের মাঠে। মুমিনুলের মতো এত বেশি সময় নেননি আর কোনো ব্যাটসম্যান। ৯ সেঞ্চুরির অপেক্ষা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্ব। যতটা সময় পেরিয়ে মুমিনুল দেশের বাইরে সেঞ্চুরি পেয়েছেন, উদযাপন হয়েছে ততটাই সীমিত। মুমিনুল যেন বোঝাতে চাইলেন, ‘এ আর কী!’
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেমেছিল ১৮১ রানে। ধনাঞ্জয়ার বলে স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে ধরা পড়ার আগে মুমিনুল থামেন ১২৭ রান করে। মুমিনুলের সেঞ্চুরিতে দারুণ উচ্ছ্বসিত কোচ রাসেল ডমিঙ্গো। দিনশেষে ডমিঙ্গো বলছেন, ‘মুমিনুল অসাধারণ ব্যাটসম্যান। এই সেঞ্চুরিটা তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। আশা করি মুমিনুল দেশের বাইরেও ধারাবাহিক ভালো করবে।’
ঢাকা: ‘আমি পাইলাম ,আমি ইহাকে পাইলাম’—কাল পাল্লকেলেতে কি এই অনুভূতি হচ্ছিল মুমিনুল হকের?
টেস্ট সেঞ্চুরির স্বাদ নাকি অন্য সব সেঞ্চুরির চেয়ে আলাদা। মুমিনুল এই স্বাদ পেয়েছেন ১০ বার, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি।
তবুও এই সেঞ্চুরি নিয়েই বুক চিরে একটা দীর্ঘশ্বাস ঠিকই বেরিয়ে আসত তাঁর। দেশের বাইরে একটা সেঞ্চুরি কবে পাবেন! অবশেষে কাল সেটি ধরা দিয়েছে তাঁর কাছে। টেস্টে ৮ বছর কাটিয়ে দেওয়ার পর।
২০১৭ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের কথা মুমিনুলের ভোলার কথা নয়। কলম্বোর পিসারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে নিজেদের শততম টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মুমিনুলের মনে থাকার কারণ অবশ্য এটি নয়! দলে থাকলেও সেই টেস্টের একাদশে জায়গা পাননি মুমিনুল। দেশের বাইরে গেলে মুমিনুলের ব্যাট রানের কথা বেমালুম ভুলে যায়! ৪২ টেস্ট আর ২৯৬৭ দিন পর দেশের বাইরে কাল প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে মুমিনুলের কি ২০১৭ ফিরে আসছিল মনে?
পরশু প্রথম দিনের দ্বিতীয় সেশনে তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে এসেছিলেন মুমিনুল। তাঁর অধিনায়কত্বে ৬ টেস্টের ৫টিতেই হেরেছে দল। দেশের বাইরে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তো আছেই। দল দারুণ শুরু পেলেও স্বস্তিতে থাকার সুযোগ ছিল না মুমিনুলের। সব ভাবনা থেকে সরিয়ে স্বচ্ছন্দেই শুরু করেছিলেন।
কাল সকালের ২০-২৫ মিনিট বোলারদের বুঝতে সময় নিয়েছেন। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকলেও শুরুর এটুকু সময় দারুণ লাইন-লেংথে বোলিং করেছেন শ্রীলঙ্কান বোলাররা। বাউন্ডারি মেরেই দিনটা শুরু করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর উইকেটের চারপাশে যে শটই খেলছেন, কোনো অস্থিরতা ছিল না। লাহিরু কুমারকে পুল করে মিড অনে পাঠিয়ে দুই রান নিয়ে অনেকদিনের একটা বোঝা নামিয়েছেন। ৭৬ রান থেকে ৮০ রানে পোঁছে পেছনে ফেলেছেন দেশের বাইরে আগের সর্বোচ্চ ৭৭ রানকে। ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন।
মুমিনুলের বহু আরাধ্যের মুহূর্তটা আসে ইনিংসের ১১০ তম ওভারের পঞ্চম বলে। অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ ষ্ট্যাম্পের বলটায় জায়গা বানিয়ে কবজির মোছড়ে বাউন্ডারি ছাড়া করেন। অবশেষে বিদেশের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। আগের ১০ সেঞ্চুরির সবগুলোই করেছেন দেশের মাঠে। মুমিনুলের মতো এত বেশি সময় নেননি আর কোনো ব্যাটসম্যান। ৯ সেঞ্চুরির অপেক্ষা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্ব। যতটা সময় পেরিয়ে মুমিনুল দেশের বাইরে সেঞ্চুরি পেয়েছেন, উদযাপন হয়েছে ততটাই সীমিত। মুমিনুল যেন বোঝাতে চাইলেন, ‘এ আর কী!’
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি থেমেছিল ১৮১ রানে। ধনাঞ্জয়ার বলে স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে ধরা পড়ার আগে মুমিনুল থামেন ১২৭ রান করে। মুমিনুলের সেঞ্চুরিতে দারুণ উচ্ছ্বসিত কোচ রাসেল ডমিঙ্গো। দিনশেষে ডমিঙ্গো বলছেন, ‘মুমিনুল অসাধারণ ব্যাটসম্যান। এই সেঞ্চুরিটা তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। আশা করি মুমিনুল দেশের বাইরেও ধারাবাহিক ভালো করবে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে