অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।
ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’
৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে এক সাকিব আল হাসান ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। বাংলাদেশও বেশি দূর এগোতে পারেনি। প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৩ রানেই। তবে এই পুঁজি নিয়েই লড়ে গেছেন বোলাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবও তাই বোলারদের প্রশংসায় ভাসালেন।
ব্যাটারদের ভরাডুবির দিনে দুর্দান্ত বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরা। অল্প রানে গুটিয়ে গিয়েও তাই দিন শেষে তৃপ্তির কথা শোনালেন সাকিব, ‘আজ(কাল) দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো, যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বোলিং করেছে।’
৪৮ ওভারের মধ্যে বাংলাদেশের তিন পেসার করেছেন ৩১ ওভার, যেখানে প্রত্যেকের ইকোনোমি রেটই ছিল দুয়ের নিচে। এমন দিনে মোস্তাফিজ, ইবাদতদের আলাদা আলাদাভাবে কৃতিত্ব দিলেন সাকিব। টেস্ট অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
২ উইকেট ৯৫ রান তুলে দিন শেষ করেছে উইন্ডিজ। সাকিব মনে করেন, পেসাররা ভাগ্যের সহায়তা পেলে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ দল। তবু আজ দ্বিতীয় দিনে পেসারদের নিয়ে আশার কথা শুনিয়েছেন সাকিব, ‘ভাগ্য ওদের সহায় ছিল না । আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩২ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে