Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ যুবারা

আগের চার ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল দুটি করে ম্যাচে জয় পেয়েছিল। যার সৌজন্যে সিরিজ নির্ধারণী হয়ে ওঠে দুই দলের শেষ ওয়ানডে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে দারুণ লড়াইয়ের পর আজ দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশ যুবারা। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকেরা। 

শেষ ওয়ানডেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বি-রিজান হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। পরে আরিফুল ইসলাম ও আদিল বিন সিদ্দিকের ফিফটিতে ৪৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। 

আদিল ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। ৭ম ওভারে লিয়াম অ্যাল্ডার ১৩ রানে ফেরান রিজওয়ানকে। এরপর ৩ রান করে ফেরেন রিজান। তৃতীয় উইকেটে আরিফুল ও আদিলের ৮৭ রানের জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। ৫৮ রান করে আউট করে জুয়ান জেমসের শিকার হন আদিল। 

আদিল ফিরলে দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। ৮১ বলে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন আরিফুল। জয় যখন ২২ রান দূরে, তখনই আটন হন তিনি। বাকি কাজ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি শেষ করেন। রাব্বি ১৫ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ডেভিড টিগারের ৬৩, জুয়ান জেমসের ৩২ ও রিচার্ড সেলটসওয়ানের ২৭ রানে ইনিংসের সৌজন্যে ২১০ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফুজ তিনটি, রাফি, রিজান ও বর্ষণ দুটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত