Ajker Patrika

মোস্তাফিজকে অন্যভাবে বরণ করল দিল্লি

মোস্তাফিজকে অন্যভাবে বরণ করল দিল্লি

একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাংলাদেশ বাঁহাতি পেসার এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। নিলামে দিল্লির হয়ে সুযোগ পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন মোস্তাফিজ। 

নতুন দলের সঙ্গে নতুন অভিজ্ঞতা সঙ্গী করে যুক্ত হতে উন্মুখ হয়ে আছেন মোস্তাফিজ। নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাফল্যে রাঙাতে চান আইপিএলের আগামী মৌসুম। মোস্তাফিজকে বরণ করে নিতে তর সইছে না দিল্লিরও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ‘দিল্লির প্রথম বাংলাদেশি ক্রিকেটার, নতুন উদ্যমে আসছে। তার জন্য তর সইছে না।’ 

তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়! এবারই প্রথম দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে তাঁর কোনো ছবি থাকার কথা নয়। মোস্তাফিজের আগের কোনো ছবিতে নিজেদের জার্সি বসিয়ে পোস্ট করেছে তারা। এ ঘটনা মনে করিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। গত নভেম্বরে পাকিস্তান সিরিজের সময় সাকিবের একটি ছবিতে তাঁর ‘মাথা কেটে’ পেসার শহীদুল ইসলামকে বসিয়ে সেটা পোস্ট করা হয় বিসিবির অফিশিয়াল পেজ থেকে। 

যেটা নিয়ে তখন চরম সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত