Ajker Patrika

এশিয়া কাপ জিতে তৃপ্ত নয়, বাংলাদেশের যুবারা জিততে চান বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ যুবাদের শিরোপা উদ্‌যাপন। ছবি: বিসিবি
বাংলাদেশ যুবাদের শিরোপা উদ্‌যাপন। ছবি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।

আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’

টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত