অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’
টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পথে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে ভারতের বিপক্ষে ২৪ রানে ৩ উইকেট শিকার করে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। যেন স্বপ্নের মতো এক টুর্নামেন্ট কাটিয়েছেন ইমন। তবে তাঁর স্বপ্ন এখানেই থেমে নেই। এশিয়া কাপের পর এবার তার চোখ বিশ্বকাপ জয়ের দিকে।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ইমন। ২৪ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পাকিস্তানের মিডল অর্ডারকে ভেঙে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দলের জয়ের পেছনে ছিল তাঁর এই পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা।
আর আজ দুবাইয়ে ফাইনাল ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমন বলেন, ‘আজ শিরোপা জিতেছি, খুব ভালো লাগছে। আমাদের দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি এবং এই মাধ্যমে দলকে সহায়তা করতে পেরেছি। তবে এশিয়া কাপই শেষ নয়, আমাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে। বিশ্বকাপের জন্য সবার দোয়া চাই, যেন দেশের জন্য সেই শিরোপা এনে দিতে পারি।’
টুর্নামেন্টে দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের দলের মধ্যে আত্মবিশ্বাস আর সমন্বয় ছিল দারুণ। আমরা ১৫ জন ছিলাম, ১১ জন মাঠে খেলেছি আর বাকি ৪ জন তাদের সাপোর্ট দিয়ে গেছে। এই বিশ্বাসই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। টিম ম্যানেজমেন্টও অনেক সাপোর্ট দিয়েছে, মানসিকভাবে আমাদের চাঙা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আশা করি, সামনেও সবার সাপোর্ট পাব।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে