নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
৮ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে