Ajker Patrika

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন মিরাজ-ইমন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৭
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন মিরাজ-ইমন

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৪ মাস পর দলে ফিরেছেন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতেই আছেন তিনি।

দুই বছর পরে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ফিরেছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। তবে টি-টোয়েন্টি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেই দলে।

৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজের জন্য গতরাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতও। 

গতকাল বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত