নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।
ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’
দেশের ক্রিকেটে কী ধরনের ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেছেন ইমরুল, ‘কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাঁদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের (বর্তমান পরিচালনা পরিষদ) প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’
ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর বদল আসতে শুরু করেছে রাষ্ট্রীয় কাঠামোতে। পরিবর্তনের হাওয়া কি লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি), এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়।
ক্রিকেটার ইমরুল কায়েস আজ ফেসবুকে এক পোস্টে ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের ডাক দিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সবাই জানেন।’
দেশের ক্রিকেটে কী ধরনের ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেছেন ইমরুল, ‘কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাঁদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের (বর্তমান পরিচালনা পরিষদ) প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট।’
ইমরুল কায়েস জাতীয় দল থেকে দূরে আছেন প্রায় পাঁচ বছর। আপাতত তাঁর ক্যারিয়ার ঘরোয়া ক্রিকেটে সীমাবদ্ধ।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৬ ঘণ্টা আগে