Ajker Patrika

ব্যাটিংয়ে ফিরতেই প্রথম বলে আউট সাকিব

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ০৮
ব্যাটিংয়ে ফিরতেই প্রথম বলে আউট সাকিব

ব্যাটার সাকিব আল হাসান কবে ফিরবেন, সেই প্রশ্ন এসেছিল রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে। অবশেষে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল ব্যাটার সাকিবকে। যদিও তাঁর ফেরাটা সুখকর হয়নি। 

সিলেটে এখন বিপিএলের ম্যাচে খেলছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে রংপুর। রংপুরের ব্যাটিং অর্ডারের চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব। যখন তিনি নেমেছেন, তখন ফ্র্যাঞ্চাইজিটির স্কোর ৮.৩ ওভারে ২ উইকেটে ৫৮ রান। এসেই গোল্ডেন ডাক মেরেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। নবম ওভারের চতুর্থ বলেই সাকিবকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আয়ারল্যান্ডের পেসার হ্যারি টেক্টর। পরের বলে রংপুর রাইডার্স অধিনায়ক সোহান ব্যাটিংয়ে এসে টেক্টরের হ্যাটট্রিক ঠেকিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৫ ওভারে রংপুরের স্কোর ৪ উইকেটে ৯০ রান। 

রংপুর রাইডার্সের একাদশে আছেন, বোলিংও করছেন তবে ব্যাটিং করছেন না—গত দুই ম্যাচে সাকিব এমনটাই করছিলেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫ ম্যাচ। যার মধ্যে ৩ ইনিংসে ব্যাটিং করে ৪ রান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত