Ajker Patrika

প্রতি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবে বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৯
প্রতি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবে বরিশাল

বিপিএল মানেই যেন চমক। বিপিএল মানেই যেন অদ্ভুত ব্যাপার-স্যাপারের সঙ্গে পরিচিত হওয়া। এবার সেই ব্যাপারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে ফরচুন বরিশাল। বিপিএলের এই আসরে সাত দলের মধ্যে ছয় দলই আগেই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেছে। অধিনায়কের নাম জানায়নি শুধু গত আসরের রানার্সআপ বরিশাল।

গত আসরে বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এবারও তাঁর নেতৃত্বে দলটি খেলবে এমন ধারণা করা হয়েছিল। কিন্তু আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাকিব একাদশে থাকলেও সবাইকে চমকে দিয়ে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। টিম তালিকাতেও নিশ্চিত করা হয় মিরাজই অধিনায়ক।

পরে জানা গেছে, আজ নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে। তবে পরের ম্যাচে মিরাজই দায়িত্ব পাবেন কি না, সেটি নিশ্চিত নয়। ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে অধিনায়ক ঠিক করবে বরিশাল। তিনি বলেছেন, ‘প্রতি ম্যাচে একজন করে অধিনায়ক ঠিক করা হবে।’

নবম আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও ছিলেন না সাকিব। সেদিন বরিশালের হয়ে এসেছিলেন মিরাজ। তখন জানা গিয়েছিল, এই আসরে বরিশালের সহ-অধিনায়ক থাকবেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত