Ajker Patrika

লায়নের রেকর্ডে ব্রিসবেনে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
লায়নের রেকর্ডে ব্রিসবেনে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আগের দিন ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর বড় স্বপ্নই দেখান জো রুট-ডেভিড মালান। তবে আজ শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের সব প্রতিরোধ যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে শেষ আট উইকেটে আর মাত্র ৭৭ রান যোগ করেই অলআউট ইংলিশরা। ২০ রানে লক্ষ্যটা ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় প্যাট কামিন্সের দল। 

ব্রিসবেনের প্রথম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৭৭ রানের লিড রুট-মালানের ব্যাটে ভালোভাবেই পেরোচ্ছিল ইংল্যান্ড। তবে আজ সাতসকালে নাথান লায়নের প্রথম আঘাতের পর আগের দিনের সব প্রতিরোধ ভেঙে পড়ে ইংলিশদের। মালানের আউট দিয়ে যার শুরু। ইংলিশ বাঁহাতি ব্যাটারের উইকেটের মাধ্যমে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন লায়ন। ৪০০ উইকেটের ক্লাবের ১৭তম সদস্য এই অস্ট্রেলিয়ান অফ স্পিনার। 

সকালে ইংলিশদের কফিনে সবচেয়ে বড় ধাক্কাটা দেন ক্যামেরুন গ্রিন। দারুণ খেলতে থাকা অধিনায়ক রুটকে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে সেঞ্চুরির আগে ৮৯ রানে ফেরান গ্রিন। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন ওলি পোপে (৪), বেন স্টোকস (১৪)। এক প্রান্তে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জশ বাটলার। তবে বাটলার প্রতিরোধ ২৩ রানে থামান জশ হ্যাজেলউড। এরপর ইংলিশদের লেজ গুটানোর আনুষ্ঠানিকতা সারেন লায়ন। ৯১ রানে ৪ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার এই অফ স্পিনার। 

ইংল্যান্ডের ২০ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিসের সঙ্গে ডেভিড ওয়ার্নারের বদলে ওপেনিংয়ে উঠে আসেন ক্যারি। তবে ৯ রানের বেশি করতে পারেননি। অজিরা ম্যাচ জেতে ৯ উইকেটে। প্রথম ইনিংসে ১৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত