নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা বাদ দিলে এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তাঁর ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর।
তাসকিন আহমেদ অনাপত্তি না পেলেও ছন্দে ফেরার আশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজ পেয়েছেন বিসিবির অনাপত্তিপত্র। জানা গেছে, ৩০ এপ্রিল পর্যন্ত তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপরই রয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। নতুন করে বিসিবির অনাপত্তিপত্র না পেলে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে মোস্তাফিজকে আইপিএল খেলানোর পক্ষে বিসিবির পরিচালক আকরাম খান। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারের ছন্দে ফেরা খুবই জরুরি। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘আপনি যদি মোস্তাফিজের পারফরম্যান্স দেখেন, বলতে পারবেন না যে একদম ভালো করছে (আইপিএলে)। প্রথম একটা-দুটা ম্যাচে, প্রথম ম্যাচটা অনেক ভালো করেছে। কিন্তু গতকালও অনেক রান দিয়েছে, তবে সে ভালো করছে। গতকাল ফিল্ডিংয়ে ক্যাচ যেটা হয়েছে...।’
আকরাম আরও বলেন, ‘আমার মনে হয় ও (মোস্তাফিজ) যে অবস্থায় যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ না খেলে ওখানে যদি খেলতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। জিম্বাবুয়ের যে শক্তমত্তা, তার চেয়ে আইপিএলের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। আমার মনে হয়ে ওখানে হলে সে অনেক কিছু শিখতে পারবে। ও যদি আগের ছন্দে চলে আসে, সবচেয়ে বেশি লাভবান কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে।’
৩০ এপ্রিলের পর মোস্তাফিজ আবারও যদি এনওসির আবেদন করে বিসিবির কাছে, সেটা দেওয়ার পক্ষে আকরাম, ‘আমি তো বলেছি, সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে টেস্ট খেলে না, তার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। তারপরে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমাদের যে জাতীয় দলের কোচ আছে। ওনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেছেন, যেহেতু সে ফর্মে ছিল না, এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে, ও যদি আর দু-তিনটা ম্যাচ ভালো করতে পারে, লাভবান কিন্তু আমরাই হব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র থেকেও জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ দেওয়া হচ্ছে। বাঁহাতি পেসার দেশে ফিরবেন ১ মে। জিম্বাবুয়ে সিরিজ শুরু ৩ মে।
মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা বাদ দিলে এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তাঁর ছন্দে থাকা নিঃসন্দেহে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবর।
তাসকিন আহমেদ অনাপত্তি না পেলেও ছন্দে ফেরার আশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজ পেয়েছেন বিসিবির অনাপত্তিপত্র। জানা গেছে, ৩০ এপ্রিল পর্যন্ত তাঁকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এরপরই রয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। নতুন করে বিসিবির অনাপত্তিপত্র না পেলে পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে মোস্তাফিজকে আইপিএল খেলানোর পক্ষে বিসিবির পরিচালক আকরাম খান। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বাঁহাতি পেসারের ছন্দে ফেরা খুবই জরুরি। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘আপনি যদি মোস্তাফিজের পারফরম্যান্স দেখেন, বলতে পারবেন না যে একদম ভালো করছে (আইপিএলে)। প্রথম একটা-দুটা ম্যাচে, প্রথম ম্যাচটা অনেক ভালো করেছে। কিন্তু গতকালও অনেক রান দিয়েছে, তবে সে ভালো করছে। গতকাল ফিল্ডিংয়ে ক্যাচ যেটা হয়েছে...।’
আকরাম আরও বলেন, ‘আমার মনে হয় ও (মোস্তাফিজ) যে অবস্থায় যাচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ না খেলে ওখানে যদি খেলতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। জিম্বাবুয়ের যে শক্তমত্তা, তার চেয়ে আইপিএলের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। আমার মনে হয়ে ওখানে হলে সে অনেক কিছু শিখতে পারবে। ও যদি আগের ছন্দে চলে আসে, সবচেয়ে বেশি লাভবান কিন্তু বাংলাদেশ ক্রিকেট হবে।’
৩০ এপ্রিলের পর মোস্তাফিজ আবারও যদি এনওসির আবেদন করে বিসিবির কাছে, সেটা দেওয়ার পক্ষে আকরাম, ‘আমি তো বলেছি, সে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু সে টেস্ট খেলে না, তার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। তারপরে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমাদের যে জাতীয় দলের কোচ আছে। ওনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করেছেন, যেহেতু সে ফর্মে ছিল না, এখন যেভাবে মোটামুটি ভালো খেলা শুরু করেছে, ও যদি আর দু-তিনটা ম্যাচ ভালো করতে পারে, লাভবান কিন্তু আমরাই হব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্র থেকেও জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে আরও এক ম্যাচ বেশি খেলার সুযোগ দেওয়া হচ্ছে। বাঁহাতি পেসার দেশে ফিরবেন ১ মে। জিম্বাবুয়ে সিরিজ শুরু ৩ মে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে