২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
১১ মিনিট আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
১ ঘণ্টা আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
২ ঘণ্টা আগে