২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
২০২৩ বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (এইচপিসিএ) গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন ভারতের একাদশে। সুযোগটা কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই। দুর্দান্ত বোলিংয়ে হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ইনিংসের নবম ওভারেই শামিকে বোলিংয়ে এনেছেন রোহিত। এবারের বিশ্বকাপে নিজের প্রথম বলেই কিউই ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেছেন শামি। তাতে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট সংখ্যায় শামি ছাড়িয়ে যান অনিল কুম্বলেকে। এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেল ১৫৯ রান যোগ করে ফেলেন, তখন রবীন্দ্রকে ফিরিয়ে সেট জুটি ভাঙেন শামি।
ইয়ং, রবীন্দ্রর উইকেট নেওয়া শামি শেষের দিকে হয়েছেন আরও ভয়ংকর। ৪৮তম ওভার বোলিংয়ে এসে ভারতীয় পেসার জোড়া ধাক্কা দিয়েছেন। ওভারের চতুর্থ ও পঞ্চম টানা দুই বলে অসাধারণ দুটি বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন শামি। আর একেবারে শেষ ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলের (১৩০ রান) উইকেট তুলে নেন শামি। ওয়ানডে বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনেই নিয়েছেন ৪৪টি করে উইকেট। ৩৬ উইকেট নিয়ে দুইয়ে শামি। ভারতীয় এই পেসার ওয়ানডেতে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তিন বারের দুবারই নিয়েছেন বিশ্বকাপে। শামির প্রশংসা করে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘শামি সুযোগ দুই হাত ভরে কাজে লাগিয়েছে। তার (শামি) অনেক অভিজ্ঞতা রয়েছে। কন্ডিশন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
এক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
৪১ মিনিট আগেএশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের এখন মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপ না ছড়িয়ে কি পারে! মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।
১ ঘণ্টা আগেমিরপুরে চলছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। গত তিন দিনে লিটনদের স্কিল ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেইট তো ছিলেনই, গতকাল যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
২ ঘণ্টা আগে