Ajker Patrika

৪ হাজার দর্শকের জায়গায় মাঠে ঢুকেছে ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৭
৪ হাজার দর্শকের জায়গায় মাঠে ঢুকেছে ১০ হাজার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল লড়াইয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। তবে এই ফাইনাল ঘিরে বরিশাল-কুমিল্লার পাশাপাশি আগ্রহ সব ক্রিকেটপ্রেমীরই। মাঠে বসে প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে পারার আনন্দ যে অন্যরকম। সুযোগ থাকায় মাঠে বসে ফাইনাল দেখতে এসেছে হাজার হাজার দর্শক। 

সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা ছিল মাঠে খেলা দেখার সুযোগ পাবে ৪ হাজার দর্শক। টিকিট বিক্রি করবে ফ্র্যাঞ্চাইজি কিংবা স্টেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর কাছে। করোনার কারণে সরাসরি টিকিট বিক্রির পথে যায়নি বিসিবি। 

কিন্তু ফ্র্যাঞ্চাইজি কিংবা স্টেকহোল্ডাররা টিকিট পেলেও তার অর্ধেকের বেশি চলে গেছে কালোবাজারিতে। ৪ হাজার দর্শক প্রবেশের কথা থাকলেও আজ ফাইনালে মাঠে ঢুকেছে প্রায় ১০ হাজার দর্শক। এর মধ্যে শুধু বরিশাল-কুমিল্লা নয়, দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা জড়ো হয়েছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের গেটে। 

ফ্র্যাঞ্চাইজির জন্য টিকিট রাখা হলেও সেগুলো কালোবাজারিদের হাতে কীভাবে যাচ্ছে, এমন প্রশ্ন উঠছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু বললেন, ‘আমরা আগেরটাই রেখেছি। কালোবাজারির বিষয়টা আমিও শুনেছি। যেহেতু সরাসরি আমরা বিক্রি করছি না, এর দায় আমাদের না। ভবিষ্যতে এমন কিছুর আগে আমরা পরিকল্পনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত