২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।
২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!
দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!
টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।
কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৪ ঘণ্টা আগে