Ajker Patrika

সিরাজের নবাবীতে ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬: ৪৮
সিরাজের নবাবীতে ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!

দুই সংখ্যার রান দুটি দুই মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেন্নের। সর্বোচ্চ ১৯ রানের জুটিটিও তাঁদের। ৩৪ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটিতেই ৫০ পেরোনো স্কোর। অবশ্য টেস্টে অল্পতেই গুটিয়ে যাওয়া এ আর নতুন কী দক্ষিণ আফ্রিকার জন্য!

টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার যে তালিকা সেখানে প্রোটিয়াদের উপস্থিতিই সবচেয়ে বেশি। ৫০ রানের আগে সর্বোচ্চ ৭ বার অলআউট হয়েছে তারা। সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। তার পরের চারটিতেই নাম দক্ষিণ আফ্রিকার। আর স্কোরগুলো হলো—৩০, ৩০, ৩৫, ৩৬। প্রথম তিনটি ইংল্যান্ডের সামনে, শেষটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই কেপটাউনেই ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৮৮৯ সালেও একই ভেন্যু ইংলিশদের বিপক্ষে ৪৭ ও ৪৩ থেমেছিল প্রোটিয়াদের দুই ইনিংস। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ৭৯। ২০১৫ সালে নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চোখে সর্ষে দেখেছিল সফরকারীরা।

কিন্তু এবার কেপটাউনে নিজের নবাবী দেখালেন মোহাম্মদ সিরাজ। প্রোটিয়াদের ৫৫ রানে বাঁধার পথে ৯ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এটিই টেস্টে সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫১ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

সিরাজের তোপ দাগানোর শুরুটা ইনিংসের চতুর্থ ওভারে, ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে। মাঝখানে ত্রিস্টান স্টাবসের উইকেটটি ছাড়া স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপের ৭ উইকেটের ৬টি নিয়েছেন সিরাজ। প্রোটিয়াদের ১০ উইকেটের ৮টিই গেছে ভারতের পেসারদের পকেটে। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের এটিই সর্বনিম্ন স্কোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত