অ্যাডিলেডে গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিদায় নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি রোহিতের থেমে আছে এখানেই। এরপর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের টি-টোয়েন্টির দল ঘোষণার সময় দেখা যাচ্ছে, রোহিতের নাম নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত অবসরে যাবেন কি না, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। সেটাই যেন এখন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিতের নেতৃত্বাধীন ভারত ২০২৩ বিশ্বকাপের গত রোববার ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ভারত। সেখানে রোহিতের নাম ছিল না। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। এরপর আজ ভারতীয় গণমাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ে। সেখানে জানা যায়, ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই নাকি তিনি এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত ১ বছর সে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলেনি। ওয়ানডে বিশ্বকাপের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ ছিল। সে স্বেচ্ছায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ রোহিতের সিদ্ধান্ত।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে সবার ওপরে আছেন বিরাট কোহলি। কোহলির পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। ১৪৮ ম্যাচে ৩১.৩২ গড় ও ১৩৯.২৪ স্ট্রাইকরেটে রোহিত করেন ৩৮৫৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন ভারতীয় এই টপ অর্ডার। রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বছর ধরে ব্রাত্য। দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত খেলেছে ১৮ ম্যাচ। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২ ম্যাচে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তবে ২০২৩ আইপিএলে রোহিত খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়ে। ১৬ ম্যাচে ২০.৭৫ গড় ও ১৩২.৮০ স্ট্রাইকরেটে করেন ৩৩২ রান। তাঁর নেতৃত্বে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।
অ্যাডিলেডে গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিদায় নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি রোহিতের থেমে আছে এখানেই। এরপর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের টি-টোয়েন্টির দল ঘোষণার সময় দেখা যাচ্ছে, রোহিতের নাম নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত অবসরে যাবেন কি না, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। সেটাই যেন এখন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিতের নেতৃত্বাধীন ভারত ২০২৩ বিশ্বকাপের গত রোববার ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ভারত। সেখানে রোহিতের নাম ছিল না। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। এরপর আজ ভারতীয় গণমাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ে। সেখানে জানা যায়, ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই নাকি তিনি এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত ১ বছর সে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলেনি। ওয়ানডে বিশ্বকাপের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ ছিল। সে স্বেচ্ছায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ রোহিতের সিদ্ধান্ত।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে সবার ওপরে আছেন বিরাট কোহলি। কোহলির পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। ১৪৮ ম্যাচে ৩১.৩২ গড় ও ১৩৯.২৪ স্ট্রাইকরেটে রোহিত করেন ৩৮৫৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন ভারতীয় এই টপ অর্ডার। রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বছর ধরে ব্রাত্য। দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত খেলেছে ১৮ ম্যাচ। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২ ম্যাচে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তবে ২০২৩ আইপিএলে রোহিত খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়ে। ১৬ ম্যাচে ২০.৭৫ গড় ও ১৩২.৮০ স্ট্রাইকরেটে করেন ৩৩২ রান। তাঁর নেতৃত্বে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে