সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২৩ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে