Ajker Patrika

মোস্তাফিজকে মেরেই আলোচনায় দীনেশ কার্তিক

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ২৫
মোস্তাফিজকে মেরেই আলোচনায় দীনেশ কার্তিক

আগের তিন ম্যাচের মতো গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিপক্ষেও শুরুটা ভালোই করেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু শেষ ওভারে দ্য ফিজকে তুলোধুনা করেছেন দীনেশ কার্তিক। ‘কাটার মাস্টারের’ শেষ ওভারে ২৮ রান তুলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক ব্যাটার। মোস্তাফিজকে তুলোধুনা করে আবারও আলোচনায় এসেছেন বেঙ্গালুরুর এই খেলোয়াড়। 

এই দীনেশ কার্তিকের কাছে ২০১৮ সালের নিদহাস ট্রফিতে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এবার আইপিএলের মঞ্চেও এক বাংলাদেশি বোলারকে পেয়েই তেতে উঠলেন কার্তিক। অবশ্য তিনি এবারের আইপিএলের শুরু থেকে দারুণ ছন্দে আছেন। তবে গতকালের ম্যাচের পর স্বপ্ন বুনছেন ভারতীয় দলে ফেরার।

এই মৌসুমে এখন পর্যন্ত  ছয় ইনিংসে ১৯৭ গড়ে ১৯৭ রান করেছেন কার্তিক।  ১৮টি চার ও ১৪টি ছক্কা মারা ব্যাটার দারুণভাবে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। সেট হয়ে গেলে সব ব্যাটারই মেরে খেলেন। কিন্তু সত্যিকারের ফিনিশারদের ভূমিকা আলাদা। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত মানিয়ে নিয়ে যিনি চালিয়ে খেলতে পারেন, তিনিই বেশি সফল হয়। কার্তিকও সেই কাজটি করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।  

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে  ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কার্তিক। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনেক পরিশ্রম করেছি। আমি জানি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। আমি  ভারতীয় দলে জায়গা করে নিয়ে দলকে জেতাতে চাই। ভারত দীর্ঘদিন ধরে বড় টুর্নামেন্ট জিততে পারেনি এবং আমি দলের একটি অংশ হয়ে দেশের জন্য এ কাজ করতে চাই।’

কার্তিকে মুগ্ধ হয়েছেন কোহলিও। সাবেক আরসিবি অধিনায়ক বলেন, ‘আমি পুরো নিশ্চিত হয়ে এটা বলতে পারি যে দীনেশ কার্তিক বিশ্বকাপে ভারতের হয়ে খেলার জোরালো দাবি তুলেছেন। আমার কাছে সে-ই এই আইপিএলের সেরা খেলোয়াড়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত