ধর্মশালায় গতকাল ভারত-নিউজিল্যান্ডের দৃশ্যপট একটা পর্যায়ে মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচই ভারতের নিয়ন্ত্রণে চলে আসার পর গ্যালারিতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল বিরাট কোহলির সেঞ্চুরির জন্য। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে কোহলি পেরেছিলেন ঠিকই। তবে গতকাল ৫ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। তিন অঙ্ক ছুঁতে না পারলেও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। রেকর্ড গড়া কোহলি নতুন উপাধি পেয়েছেন স্ত্রী আনুশকা শর্মার থেকে।
২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড, যার মধ্যে ভারত প্রতিটি ম্যাচই জিতেছে রান তাড়া করে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। গতকাল ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সাকিব ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০ ফিফটি। যেখানে ২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাঙ্গাকারা ৫ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি, যার মধ্যে ২০১৫ সালে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাবেক লঙ্কান বাঁহাতি ব্যাটার। আর ভারতীয় ব্যাটার বিশ্বকাপে করেন ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি, যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তান (১৬ রান) ছাড়া বাকি চার ম্যাচেই ৫০ ছাড়িয়েছে কোহলির ইনিংস। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ছন্দে থাকা কোহলির প্রশংসায় স্ত্রী আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপশন দিয়েছেন, ‘স্টর্ম চেজার।’
কোহলি ৯৫ রানের ইনিংস খেলার পর ধর্মশালার জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে, ‘ম্যায় হু না ইন্ডিয়া’। এই ছবি দিল্লি ক্যাপিটালস তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ’ ৯৫ রানের ইনিংসটি ভারত আজীবন মনে রাখবে।’ ৯৫ রানের ইনিংসে মুগ্ধ মোহাম্মদ কাইফ ‘সৈনিক’ নামে সম্বোধন করেছেন কোহলিকে। কাইফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘বিরাট কোহলি কখনো হাল ছাড়ে না। সে দলের জন্য সব সময়ই খেলে। বিশ্ব ক্রিকেটে সেরা চেজ মাস্টার। এই সৈনিকে জাতির স্যালুট জানানো উচিত।’ নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে, কোহলি বেঁচে থাকেন এর জন্যই।
ধর্মশালায় গতকাল ভারত-নিউজিল্যান্ডের দৃশ্যপট একটা পর্যায়ে মিলে গিয়েছিল বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে। দুটো ম্যাচই ভারতের নিয়ন্ত্রণে চলে আসার পর গ্যালারিতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল বিরাট কোহলির সেঞ্চুরির জন্য। পুনেতে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে কোহলি পেরেছিলেন ঠিকই। তবে গতকাল ৫ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। তিন অঙ্ক ছুঁতে না পারলেও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। রেকর্ড গড়া কোহলি নতুন উপাধি পেয়েছেন স্ত্রী আনুশকা শর্মার থেকে।
২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড, যার মধ্যে ভারত প্রতিটি ম্যাচই জিতেছে রান তাড়া করে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। গতকাল ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সাকিব ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০ ফিফটি। যেখানে ২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাঙ্গাকারা ৫ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি, যার মধ্যে ২০১৫ সালে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাবেক লঙ্কান বাঁহাতি ব্যাটার। আর ভারতীয় ব্যাটার বিশ্বকাপে করেন ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি, যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তান (১৬ রান) ছাড়া বাকি চার ম্যাচেই ৫০ ছাড়িয়েছে কোহলির ইনিংস। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫, ৫৫ ও ১০৩ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ছন্দে থাকা কোহলির প্রশংসায় স্ত্রী আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপশন দিয়েছেন, ‘স্টর্ম চেজার।’
কোহলি ৯৫ রানের ইনিংস খেলার পর ধর্মশালার জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে, ‘ম্যায় হু না ইন্ডিয়া’। এই ছবি দিল্লি ক্যাপিটালস তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ’ ৯৫ রানের ইনিংসটি ভারত আজীবন মনে রাখবে।’ ৯৫ রানের ইনিংসে মুগ্ধ মোহাম্মদ কাইফ ‘সৈনিক’ নামে সম্বোধন করেছেন কোহলিকে। কাইফ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘বিরাট কোহলি কখনো হাল ছাড়ে না। সে দলের জন্য সব সময়ই খেলে। বিশ্ব ক্রিকেটে সেরা চেজ মাস্টার। এই সৈনিকে জাতির স্যালুট জানানো উচিত।’ নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে, কোহলি বেঁচে থাকেন এর জন্যই।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে