Ajker Patrika

ইংল্যান্ডে ১৮ বছরের গেরো কি খুলতে পারবে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডে ১৮ বছরের গেরো কি খুলতে পারবে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই ইংল্যান্ড দলে। তাঁদের ছাড়াই সাউদাম্পটনে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড। বেশ কয়েক তারকা ক্রিকেটারকে ছাড়া ইংলিশরা মাঠে নামবে, কিছুটা স্বস্তি হয়তো অজি শিবিরে বিরাজ করার কথা। 

ইংল্যান্ডের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। তারুণ্য নির্ভর ইংলিশদের বিপক্ষে সেই গেরো কাটার এবার দারুণ সুযোগ অভিজ্ঞ অজিদের সামনে। 

ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গ সব সময়ই শক্তিশালী স্বাগতিকেরা। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে না কোনো দলকেই। ২৪ বারের দেখায় ১১টি করে জয় ও হার দুই দলেরই। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

অস্ট্রেলিয়া দলে নেই বোলিং আক্রমণের নেতা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তবে মার্শ, মার্কাস স্টয়নিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিডদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। বিপরীতে জর্ডান কক্স, জশ হুল, উইল জ্যাকসদের মতো তরুণদের সঙ্গে জস বাটলার, জফরা আর্চার, লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ইংল্যান্ড দলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত