Ajker Patrika

ঢাকার যানজটে বিরক্ত ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার যানজটে বিরক্ত ভারতীয় ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার দল পাননি হনুমা বিহারি। হতাশ না হয়ে তিনি খেলতে এসেছেন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। ওয়ানডে সংস্করণে দেশের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটার খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে। 

এর ফাঁকে গতকাল হনুমা গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উদ্দেশ্য অবশ্য খেলা নয়, মুজিব বর্ষ কনসার্ট উপভোগ করতে। সেখানে এ এর রহমান, মমতাজদের পরিবেশনা তিনি উপভোগ করেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কনসার্ট থেকে ফেরার সময় ধৈর্যশক্তির চূড়ান্ত পরীক্ষা দিতে হলো ভারতীয় অলরাউন্ডারকে। 

মঙ্গলবার রাতে ঢাকার যানজটে দুই ঘণ্টা আটকে ছিলেন হনুমা। সেটাও একই জায়গায়। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। গত রাতে টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, 'ঢাকায় দুই ঘণ্টা ধরে একই জায়গায় আছি। ভয়ংকর যানজট। সম্ভবত আমার (জীবনের) সবচেয়ে বাজে অভিজ্ঞতা।' কেবল ঢাকার জ্যাম নয়, ঢাকা লিগেও অভিজ্ঞতাটা তাঁর জন্য খুব একটা সুখের হচ্ছে না। 

ঢাকার যানজটে দুই আটকে ছিলেন হনুমাআবাহনীর জার্সিতে তিন ম্যাচে ৬৬ রান করেছেন হনুমা। সবশেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৪৫ রানে আউট হন তিনি। তাঁর আগের দুই ইনিংস যথাক্রমে ১৮ ও ৩। হনুমার দল আবাহনী পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত