Ajker Patrika

এক ওভারে ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এক স্কুল ক্রিকেটার

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪: ৪৭
এক ওভারে ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এক স্কুল ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি অনেক রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এমনটা সচরাচর দেখা যায়। তবে এক ওভারে ৬ উইকেট নেওয়ার কীর্তি কি ক্রিকেটপ্রেমীদের জানা আছে। নিশ্চিতভাবেই বলা যায়, এমনটা কিঞ্চিৎ ক্রিকেট পাগল সমর্থকের জানা।

কেননা, এখন পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে দুজন বোলারই এক ওভারে ৬ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গতকাল কীর্তি গড়ার দ্বিতীয় বোলার হচ্ছে ম্যাট বোয়ি। ৬ উইকেট নিয়ে ক্রিকেটীয় পরিভাষায় ‘পারফেক্ট ওভার’ করার অনন্য নজির গড়েছেন নিউজিল্যান্ডের এই স্কুল ক্রিকেটার।

তাওরাঙ্গায় সুপার এইট টুর্নামেন্টের সেমিফাইনালে রোটোরোয়া হাইস্কুলের বিপক্ষে রেকর্ডটি গড়েছেন বোয়ি। শুধু এমন নজিরই গড়েননি, নিজের দল পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলকে ফাইনালে পৌঁছাতে প্রতিপক্ষের ওপর টর্নেডো চালিয়েছেন এই স্কুল ক্রিকেটার। ৬ ওভার বোলিং করে ১২ রানে ৯ উইকেট নিয়েছেন ১৩ বছর বয়সী ক্রিকেটার।

বয়স ১৩ হলেও ইতিমধ্যে কিউইদের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বোয়ি। নিজের পঞ্চম ওভারে এই রেকর্ডটি গড়েছেন নর্থ বয়েজ হাইস্কুলের এই পেসার। প্রথম বলে ক্যাচ ও শেষ বলে এলবিডব্লিউ করলেও বাকি চার বলে সরাসরি বোল্ড করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের।

এমন কীর্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ি বলেছেন, ‘পুরোপুরি অবিশ্বাস্য। সতীর্থরা আমাকে ঘিরে ধরেছিল। সত্যি বলতে, তখন সবকিছু পাগলাটে মনে হচ্ছিল। আমার চেয়ে সতীর্থরাই উন্মাদনার সঙ্গে বেশি বিস্মিত হয়েছেন।’

প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যালেড ক্যারি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ উইকেট নিয়েছিলেন গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই বোলার। দুটি ক্যাচ ও একটি এলবিডব্লিউর সঙ্গে তিনটি বোল্ড করেছিলেন অজিদের এই বোলার।

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে ৮ জনের। টেস্টে নিয়েছেন ছয়জন বোলার আর টি-টোয়েন্টিতে নিয়েছেন দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত