Ajker Patrika

শান্ত-জাকিরের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের লড়াই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২: ৪০
শান্ত-জাকিরের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের লড়াই

তৃতীয় দিনের শেষ বেলার মতোই আজ প্রথম সেশনে দৃঢ়তা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ১১৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। ভারতের পাহাড়সম ৫১৩ রানের লক্ষ্য থেকে এখনো ৩৯৪ রান দূরে আছে বাংলাদেশ।

আগের দিনের ৪২ রানের সঙ্গে আজ প্রথম সেশনে রান যোগ করেছে বাংলাদেশ। ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত। শান্তর মতোই ফিফটি তুলে নিয়েছেন অভিষিক্ত জাকির হাসান। তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন শান্ত। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে দলকে টেনে নিচ্ছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৮ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেন। ফিফটির পথে তাঁর ব্যাট থেকে এসেছে ছয়টি চার। ফিফটির পর চার মেরেছেন আরও একটি।

শান্তর চেয়ে কিছুটা আক্রমণাত্মক ঢঙে খেলছেন জাকির। ১০৯ বলে ৫৫ রানের ইনিংসে চারের মার ৮টি। কদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও সামর্থ্য দেখিয়েছিলেন, এবার ইনিংস কত বড় করতে পারেন সেটাই দেখার বিষয়। অক্ষর প্যাটেলকে চার মারার পর সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন ১০১ বলে।

এ বছর ওপেনিং জুটিতে ঠিক ভরসা পাচ্ছিল না বাংলাদেশ। শান্ত-জাকিরের জুটি বেশ কিছু বাধা ভেঙেছে। এই বছর ৯ টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটি কেবল দ্বিতীয় ফিফটি ছোঁয়া জুটি। দুজনের সেঞ্চুরি জুটি টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের কেবল দ্বিতীয় শতরানের জুটি। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশ শতরানের জুটি দেখেছিল ২০০৫ সালে। প্রতিপক্ষ জিম্বাবুয়ের। জাভেদ ওমর ও নাফিস ইকবাল ছিলেন প্রথম শতরানের জুটি। দুজনের ১৩৩ রানের সেই জুটির রান ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন শান্ত-জাকির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত